খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ৪৪ ছাত্রের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ ৯ জন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য মো. রবিউল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার রাতে মেইলে এবং আজ বৃহস্পতিবার ডাকযোগে তাঁদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের তাদের উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট মো. সেলিম হোসেন। এই ঘটনা তদন্তে গত ৩ ডিসেম্বর গঠিত কমিটি গত মঙ্গলবার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সেই সুপারিশের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হলো।
এ ঘটনায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করে ক্যাম্পাসে অবস্থান, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃংখলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান ও মো. রিয়াজ খান নিলয়, সিই বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. রিয়াজ খান নিলয়, এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব ও আ. স. ম. রাগিব আহসান মুন্না, এমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান, ফয়সাল আহমেদ রিফাত ও মো. নাইমুর রহমান অন্তু।
অপরদিকে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর সিন্ডিকেটের আরও একটি সভায় ছুটি বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হয়। সর্বশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ৭ জানুয়ারি হল খুলবে।
আরও পড়ুন:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ৪৪ ছাত্রের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ ৯ জন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য মো. রবিউল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার রাতে মেইলে এবং আজ বৃহস্পতিবার ডাকযোগে তাঁদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের তাদের উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট মো. সেলিম হোসেন। এই ঘটনা তদন্তে গত ৩ ডিসেম্বর গঠিত কমিটি গত মঙ্গলবার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সেই সুপারিশের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হলো।
এ ঘটনায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করে ক্যাম্পাসে অবস্থান, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃংখলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান ও মো. রিয়াজ খান নিলয়, সিই বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. রিয়াজ খান নিলয়, এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব ও আ. স. ম. রাগিব আহসান মুন্না, এমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান, ফয়সাল আহমেদ রিফাত ও মো. নাইমুর রহমান অন্তু।
অপরদিকে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর সিন্ডিকেটের আরও একটি সভায় ছুটি বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হয়। সর্বশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ৭ জানুয়ারি হল খুলবে।
আরও পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে