কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আগের রাতে গুলিতে আহত হয়েছেন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই।
গুলিবিদ্ধ আব্দুল আওয়াল কনক খান (২৫) কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তারা দুই ভাই নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নির্বাচনের প্রচারণার সময় শেষ হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত চলছেই। উপজেলা ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
ছাত্রলীগ নেতা শিমুল জানান, রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফিরছিলেন। মাশিলিয়া কবরস্থানের কাছে পৌঁছালে তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু হয়। এতে তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ভাইয়ের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সমর্থকদের দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শিমুল।
তবে হামলার ঘটনায় তার কোনো কর্মী-সমর্থক জড়িত নয় বলে এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম আলতাফ জর্জ।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে এ হামলার ঘটনা ন্যাক্করজনক। তবে এ হামলার পেছনে আমি বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা নেই।’
আজ বুধবার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আগের রাতে গুলিতে আহত হয়েছেন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই।
গুলিবিদ্ধ আব্দুল আওয়াল কনক খান (২৫) কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তারা দুই ভাই নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নির্বাচনের প্রচারণার সময় শেষ হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত চলছেই। উপজেলা ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
ছাত্রলীগ নেতা শিমুল জানান, রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফিরছিলেন। মাশিলিয়া কবরস্থানের কাছে পৌঁছালে তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু হয়। এতে তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ভাইয়ের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সমর্থকদের দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শিমুল।
তবে হামলার ঘটনায় তার কোনো কর্মী-সমর্থক জড়িত নয় বলে এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম আলতাফ জর্জ।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে এ হামলার ঘটনা ন্যাক্করজনক। তবে এ হামলার পেছনে আমি বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা নেই।’
আজ বুধবার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে