Ajker Patrika

মাটিবাহী ডাম্পার খাদে পড়ে চালক নিহত 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১৪: ৪৯
মাটিবাহী ডাম্পার খাদে পড়ে চালক নিহত 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী জাদা এলাকায় মাটিবাহী ডাম্পার খাদে পড়ে চালক নাজমুল হোসেন (২৭) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জাদা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হোসেন একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামুর কাছ থেকে ডাম্পার নিয়ে নাজমুল পাশের বিল থেকে মাটি বহনের কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে তিন রাস্তার মোড়ে পৌঁছে বাঁক নিতে গিয়ে চালকের অসতর্কতায় দ্রুতগতির ডাম্পারের চাকা রাস্তার পাশে নেমে যায়। এ সময় ডাম্পারটি খাদে পড়ে যায় এবং চালকের আসনে থাকা নাজমুল গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা কোদাল দিয়ে মাটি কেটে প্রায় এক ঘণ্টা পর মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। 

স্থানীয়রা জানান, নাজমুল পেশাদার চালক ছিলেন না। পার্শ্ববর্তী বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামু কিছু মাটি বহনের কাজ নাজমুলকে দিয়েছিল। নতুন চালক হওয়ায় সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

রাশিদুল ইসলাম ও আব্দুস সালাম নামে দুই যুবক বলেন, ‘আমাদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ডাম্পারের নিচে চাপা পড়েন চালক নাজমুল। মাটির ওপরে বের হয়ে থাকা নাজমুলের একটি হাত শুরুতে নড়াচড়া করলেও দুই-তিন মিনিট পর তা নিস্তেজ হয়ে যায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, নাজুমলের দুই সন্তানের মধ্যে একজন সম্প্রতি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সানোয়ার হোসেন মাসুম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত আবদেন করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত