খুলনা প্রতিনিধি

তীব্র শীতে খুলনা বিভাগের ছয় জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠদান বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে বিদ্যালয় প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। ওই সব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোরে মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে বিদ্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।’ তবে নির্দেশনা দিতে দেরি হওয়ায় সাতক্ষীরায় মঙ্গলবার ছুটি দেওয়া হয়নি বলেও জানান তিনি।
জানা যায়, দেশে চলতি মাসে তীব্র শীতের কারণে খুলনা মহানগরীসহ জেলার এক হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা খুলনায় চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।’
এ বিষয়ে খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক খো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘তীব্র শীতের কারণে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব মাধ্যমিক বিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে বুধবার এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে জেলাগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগে বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

তীব্র শীতে খুলনা বিভাগের ছয় জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠদান বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে বিদ্যালয় প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। ওই সব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোরে মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে বিদ্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।’ তবে নির্দেশনা দিতে দেরি হওয়ায় সাতক্ষীরায় মঙ্গলবার ছুটি দেওয়া হয়নি বলেও জানান তিনি।
জানা যায়, দেশে চলতি মাসে তীব্র শীতের কারণে খুলনা মহানগরীসহ জেলার এক হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা খুলনায় চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।’
এ বিষয়ে খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক খো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘তীব্র শীতের কারণে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব মাধ্যমিক বিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে বুধবার এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে জেলাগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগে বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে