Ajker Patrika

গাংনীতে বামন্দী-কাজীপুর সড়ক খানাখন্দে জরাজীর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর) 
গাংনীতে বামন্দী-কাজীপুর সড়ক খানাখন্দে জরাজীর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
বামন্দী বাজার থেকে শনিবার তোলা। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী–কাজীপুর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়কে অসংখ্য খানাখন্দ আর গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইট-খোয়া। খানাখন্দে প্রতিনিয়ত নসিমন, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন উল্টে যাচ্ছে। অনেক সময় যাত্রী আহত হচ্ছে, যানবাহনের যন্ত্রাংশও বিকল হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে এলাকায় ব্যবসা-বাণিজ্যে বড় ধস নামার আশঙ্কা রয়েছে।

পথচারীরা জানান, বৃষ্টি হলে রাস্তায় জমা পানিতে গর্ত আর সমান অংশ চেনা যায় না, ফলে দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাখিভ্যানের চালক আজমাইন হোসেন বলেন, ‘খানাখন্দ আর কাঁদা-জলে রাস্তায় চলতে খুব কষ্ট হয়। ভ্যানের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, আয়-রোজগার বন্ধ হয়ে পড়ে।’

নসিমনচালক জাফর আলী বলেন, ‘ভাঙা রাস্তায় বেশি মাল নেওয়া যায় না। আবার প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলতে হয়। আমাদের একমাত্র উপার্জনের বাহনও নষ্ট হয়ে যাচ্ছে।’

অটোচালক পল্টু মিয়া ও ট্রাকচালক সালাম হোসেন জানান, খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনায় কেউ পঙ্গু হচ্ছেন, কেউ ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে রোগী পরিবহনে ভয়াবহ ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন আজকের পত্রিকাকে জানান, ‘বামন্দী-কাজীপুর সড়কে খানাখন্দের বিষয়টি আমাদের জানা আছে। মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলেই দ্রুত সংস্কার শুরু করব। এ ছাড়া উপজেলায় যেসব ভাঙাচোরা রাস্তা রয়েছে, বরাদ্দ পেলে সেগুলোর কাজও করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত