কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আলাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে পিটিয়ে ১৮টি হাঁস মারার অভিযোগ করেছেন গৃহবধূ মোছা মর্জিনা খাতুন (৫২)। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কৃষক ওই এলাকার রহমান হোসেনের ছেলে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মো. আমিরুল ইসলামের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন মর্জিনা খাতুন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতপাড়া এলাকায় পদ্মা নদীর কাছে কৃষক আলালের দেড় বিঘা জমি আছে। সেখানে তিনি ধানের চাষাবাদ করেছেন। তাঁর ধানখেতে গৃহবধূ মর্জিনার হাঁসগুলো খাবার খেতে গিয়েছিল। এতে তাঁর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখে লাঠি দিয়ে পিটিয়ে ১৮টি হাঁস মেরে ফেলেন তিনি। হাঁসগুলো ডিম পাড়ত আর ডিম বিক্রির টাকায় মর্জিনার সংসার চলত।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মর্জিনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখন চাল ডাল দিবিন কিডা, হাঁসই আমার খাতি দিত। ডিম বেঁচেই সব করি। এখন কিডা দেখপিনি আমার। ক্যাম্বো চলবিনি সংসার।’
মর্জিনা আরও বলেন, ‘৩০ হাজার টাকা লোন করে হাঁস পালন করছিলাম। তিন মেয়ের বিয়ে দিছি। বাড়িতে অসুস্থ স্বামী। আলাল শত্রুতা করে হাঁসগুলো পিটিয়ে মারেসে। আমি এর বিচার চাই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু জাফরের ছেলে কৃষক টিপু সুলতান বলেন, ‘সকালে জমি দেখতে এসেছিলাম। এ সময় দেখি আলাল লাঠি দিয়ে পিটিয়ে হাঁস মারছে। খুব খারাপ কাজ করেছে আলাল। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত কৃষক আলাল বলেন, ‘মর্জিনার হাঁস আমার ধান নষ্ট করছিল। জমি থেকে হাঁসগুলো তাড়াতে গিয়ে লাঠির আঘাত পেয়েছে হাঁস। তবে আমি মাত্র ২টা হাঁস মারিছি।’
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মাসুদ রানা বলেন, সকালে পরিষদ চত্বরে খুব কান্নাকাটি করছিল মর্জিনা। পরে শুনে দেখি তাঁর আয়ের উৎস হাঁস গুলো আলাল নামের কৃষক পিটিয়ে মেরেছে। বিষয়টি খুব দুঃখজনক। এর বিচার হওয়ার দরকার।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা বলেন, একটা অপরাধ ঢাকতে গিয়ে কৃষক আরেকটা অপরাধ করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরিষদে উভয় পক্ষকে নিয়ে বসা হবে।

কুষ্টিয়ার কুমারখালীতে আলাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে পিটিয়ে ১৮টি হাঁস মারার অভিযোগ করেছেন গৃহবধূ মোছা মর্জিনা খাতুন (৫২)। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কৃষক ওই এলাকার রহমান হোসেনের ছেলে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মো. আমিরুল ইসলামের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন মর্জিনা খাতুন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতপাড়া এলাকায় পদ্মা নদীর কাছে কৃষক আলালের দেড় বিঘা জমি আছে। সেখানে তিনি ধানের চাষাবাদ করেছেন। তাঁর ধানখেতে গৃহবধূ মর্জিনার হাঁসগুলো খাবার খেতে গিয়েছিল। এতে তাঁর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখে লাঠি দিয়ে পিটিয়ে ১৮টি হাঁস মেরে ফেলেন তিনি। হাঁসগুলো ডিম পাড়ত আর ডিম বিক্রির টাকায় মর্জিনার সংসার চলত।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মর্জিনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখন চাল ডাল দিবিন কিডা, হাঁসই আমার খাতি দিত। ডিম বেঁচেই সব করি। এখন কিডা দেখপিনি আমার। ক্যাম্বো চলবিনি সংসার।’
মর্জিনা আরও বলেন, ‘৩০ হাজার টাকা লোন করে হাঁস পালন করছিলাম। তিন মেয়ের বিয়ে দিছি। বাড়িতে অসুস্থ স্বামী। আলাল শত্রুতা করে হাঁসগুলো পিটিয়ে মারেসে। আমি এর বিচার চাই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু জাফরের ছেলে কৃষক টিপু সুলতান বলেন, ‘সকালে জমি দেখতে এসেছিলাম। এ সময় দেখি আলাল লাঠি দিয়ে পিটিয়ে হাঁস মারছে। খুব খারাপ কাজ করেছে আলাল। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত কৃষক আলাল বলেন, ‘মর্জিনার হাঁস আমার ধান নষ্ট করছিল। জমি থেকে হাঁসগুলো তাড়াতে গিয়ে লাঠির আঘাত পেয়েছে হাঁস। তবে আমি মাত্র ২টা হাঁস মারিছি।’
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মাসুদ রানা বলেন, সকালে পরিষদ চত্বরে খুব কান্নাকাটি করছিল মর্জিনা। পরে শুনে দেখি তাঁর আয়ের উৎস হাঁস গুলো আলাল নামের কৃষক পিটিয়ে মেরেছে। বিষয়টি খুব দুঃখজনক। এর বিচার হওয়ার দরকার।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা বলেন, একটা অপরাধ ঢাকতে গিয়ে কৃষক আরেকটা অপরাধ করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরিষদে উভয় পক্ষকে নিয়ে বসা হবে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৩ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে