বাগেরহাট প্রতিনিধি

দুই দিনেও বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমানের (৭২) সন্ধান মিলেনি। আজ শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর কোনো সন্ধান পাননি। এর আগে বৃহস্পতিবার মধুমতীর গিরিশনগর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সামনে মধুমতী নদীতে আব্বু গোসল করতে যায়। পানির স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিল একটি নৌকা। ওই নৌকার মাঝিকে শিশুরা বলেছিল, স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার করেনি। এরপর শিশুরা একসঙ্গে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কূলে ফিরে আসে এবং ডাক–চিৎকার করে।
‘ততক্ষণে ভেসে যায় আব্বু। তখন নাকি শেষবারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়। এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করে। প্রশাসন ও ডুবুরিদের মাধ্যমে আমি আমার বাবার সন্ধান চাই।’
মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শরিফ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান মধুমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায়—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এ ছাড়া খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়।’ এখনো সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।

দুই দিনেও বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমানের (৭২) সন্ধান মিলেনি। আজ শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর কোনো সন্ধান পাননি। এর আগে বৃহস্পতিবার মধুমতীর গিরিশনগর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সামনে মধুমতী নদীতে আব্বু গোসল করতে যায়। পানির স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিল একটি নৌকা। ওই নৌকার মাঝিকে শিশুরা বলেছিল, স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার করেনি। এরপর শিশুরা একসঙ্গে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কূলে ফিরে আসে এবং ডাক–চিৎকার করে।
‘ততক্ষণে ভেসে যায় আব্বু। তখন নাকি শেষবারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়। এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করে। প্রশাসন ও ডুবুরিদের মাধ্যমে আমি আমার বাবার সন্ধান চাই।’
মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শরিফ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান মধুমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায়—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এ ছাড়া খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়।’ এখনো সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৯ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৯ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪৪ মিনিট আগে