ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর এলাকার ডাকবাংলা বাজারে ইসলামী প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক হাসপাতালে ভাঙচুর চালায় ওই শিশুর স্বজনেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের দুজনকে গ্রেপ্তার করে।
আজ শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে শিশু মাহেরার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ক্লিনিক মালিক সাইদ মুন্সী ও চিকিৎসক আব্দুল্লাহ।
শিশু মাহেরা উপজেলার বাতপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ ও শিশুর পরিবার বলছে, বিকেলে পেটে ব্যথা নিয়ে ডাকবাংলা ইসলামী প্রাইভেট হাসপাতালে শিশু মাহেরাকে নিয়ে যান তার অভিভাবকেরা। সে সময় হাসপাতালে থাকা এক নার্স শিশুর শরীরে কয়েকটি ইনজেকশন দেয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির স্বজনেরা তাৎক্ষণিক হাসপাতালটি ভাঙচুর করে।
শিশু মাহেরার বাবা পিন্টু মিয়া বলেন, ‘আমার মেয়ে বিকেলে অসুস্থ হলে মেয়ের মা ও কাকি তাকে ইসলামী প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। পরে প্রথমেই তার শরীরে কয়েকটি ইনজেকশন দেয়। এর কিছুক্ষণ পর ডাক্তার এসে আবারও ইনজেকশন দিলে আমার মেয়ে মারা যায়। এ ঘটনায় আমি ডাক্তার ও ক্লিনিক মালিকের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, এই হাসপাতালটি খুবই নিম্নমানের। এখানে ভালো কোনো ডাক্তার নেই। আজকের এই ঘটনাটাই না। এর আগেও এই হাসপাতালে সিজার করতে গিয়ে শিশুকে মেরে ফেলেছে। এ ছাড়া অপারেশন করতে গিয়ে রোগীর পেটের ভেতরে ব্যান্ডেজ রেখে সেলাই করার মতো ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আরও জানান, রাজনৈতিক প্রভাবের কারণেই কেউ কিছু বলতে পারে না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ক্লিনিক মালিক সাইদ মুন্সী এবং ডাক্তার আব্দুল্লাহকে আটক করা হয়। পরে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

ঝিনাইদহ সদর এলাকার ডাকবাংলা বাজারে ইসলামী প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক হাসপাতালে ভাঙচুর চালায় ওই শিশুর স্বজনেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের দুজনকে গ্রেপ্তার করে।
আজ শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে শিশু মাহেরার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ক্লিনিক মালিক সাইদ মুন্সী ও চিকিৎসক আব্দুল্লাহ।
শিশু মাহেরা উপজেলার বাতপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ ও শিশুর পরিবার বলছে, বিকেলে পেটে ব্যথা নিয়ে ডাকবাংলা ইসলামী প্রাইভেট হাসপাতালে শিশু মাহেরাকে নিয়ে যান তার অভিভাবকেরা। সে সময় হাসপাতালে থাকা এক নার্স শিশুর শরীরে কয়েকটি ইনজেকশন দেয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির স্বজনেরা তাৎক্ষণিক হাসপাতালটি ভাঙচুর করে।
শিশু মাহেরার বাবা পিন্টু মিয়া বলেন, ‘আমার মেয়ে বিকেলে অসুস্থ হলে মেয়ের মা ও কাকি তাকে ইসলামী প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। পরে প্রথমেই তার শরীরে কয়েকটি ইনজেকশন দেয়। এর কিছুক্ষণ পর ডাক্তার এসে আবারও ইনজেকশন দিলে আমার মেয়ে মারা যায়। এ ঘটনায় আমি ডাক্তার ও ক্লিনিক মালিকের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, এই হাসপাতালটি খুবই নিম্নমানের। এখানে ভালো কোনো ডাক্তার নেই। আজকের এই ঘটনাটাই না। এর আগেও এই হাসপাতালে সিজার করতে গিয়ে শিশুকে মেরে ফেলেছে। এ ছাড়া অপারেশন করতে গিয়ে রোগীর পেটের ভেতরে ব্যান্ডেজ রেখে সেলাই করার মতো ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আরও জানান, রাজনৈতিক প্রভাবের কারণেই কেউ কিছু বলতে পারে না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ক্লিনিক মালিক সাইদ মুন্সী এবং ডাক্তার আব্দুল্লাহকে আটক করা হয়। পরে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে