মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মেট্রোরেলের আরও ৮টি বগি ও ৪টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এম. ভি হরিজন-৯। পয়লা ফেব্রুয়ারি জাপানের কোব বন্দর থেকে ৮ম চালানের এ মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। পরে আজ সোমবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।
মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ করতে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। যাত্রী ওঠানামার জন্য থাকবে ১৬টি স্টেশন।
বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজ আসা ৮ম চালানের মধ্যে রয়েছে ৮টি বগি ও ৪টি ইঞ্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ টন ওজনের মেশিনারি সরঞ্জামাদি।
মো. ওয়াহিদুজ্জামান আরও বলেন, দুপুর থেকেই মালামাল খালাস করা শুরু হয়েছে। এরপর নদীপথে এসব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি বগি ও ২৪টি ইঞ্জিন এসেছে। এর আগে ৭টি চালানে ৪০টি বগি ও ২০টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ি ডিপোতে পাঠানো হয়। সেসব বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। যা বন্দরের পূর্ণ সক্ষমতার প্রমাণ রেখেছে।

মেট্রোরেলের আরও ৮টি বগি ও ৪টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এম. ভি হরিজন-৯। পয়লা ফেব্রুয়ারি জাপানের কোব বন্দর থেকে ৮ম চালানের এ মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। পরে আজ সোমবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।
মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ করতে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। যাত্রী ওঠানামার জন্য থাকবে ১৬টি স্টেশন।
বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজ আসা ৮ম চালানের মধ্যে রয়েছে ৮টি বগি ও ৪টি ইঞ্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ টন ওজনের মেশিনারি সরঞ্জামাদি।
মো. ওয়াহিদুজ্জামান আরও বলেন, দুপুর থেকেই মালামাল খালাস করা শুরু হয়েছে। এরপর নদীপথে এসব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি বগি ও ২৪টি ইঞ্জিন এসেছে। এর আগে ৭টি চালানে ৪০টি বগি ও ২০টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ি ডিপোতে পাঠানো হয়। সেসব বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। যা বন্দরের পূর্ণ সক্ষমতার প্রমাণ রেখেছে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে