যশোর প্রতিনিধি

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
৩০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
৩৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
১ ঘণ্টা আগে