যশোর প্রতিনিধি

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে