চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় ৫০ দিনের ব্যবধানে দুই মানবপাচারকারী আটক হয়েছে। এ সময় এক নারী ও তাঁর ২ সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছে (বিজিবি)।
রোববার দিবাগত রাত (সোমবার) ২টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে আনা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করে আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন—বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাঁদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচার ও মাদক পাচারের মামলা রয়েছে। গ্রেপ্তার ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের ২/৩শ গজ অভ্যন্তরে মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে আনা ভিকটিমদের উদ্ধার করা হয়। সে সময়ই পাহারায় থাকা দুই পাচারকারীকে আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারপ্রাপ্তরা জানান, তাঁদের ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস, জহুরুলরা। ইউনুস ও জহুরুলও পাচারের কথা স্বীকার করেছেন।
বিজিবি ও চৌগাছা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, করোনা শুরুর পর থেকে চৌগাছা সীমান্তে অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেওয়ার নামে পাচার করে থাকে। এর আগে, গত ৮ জানুয়ারি শহরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করেছে। পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। জহুরুল ও ইউনুসকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।

যশোরের চৌগাছা উপজেলায় ৫০ দিনের ব্যবধানে দুই মানবপাচারকারী আটক হয়েছে। এ সময় এক নারী ও তাঁর ২ সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছে (বিজিবি)।
রোববার দিবাগত রাত (সোমবার) ২টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে আনা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করে আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন—বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাঁদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচার ও মাদক পাচারের মামলা রয়েছে। গ্রেপ্তার ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের ২/৩শ গজ অভ্যন্তরে মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে আনা ভিকটিমদের উদ্ধার করা হয়। সে সময়ই পাহারায় থাকা দুই পাচারকারীকে আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারপ্রাপ্তরা জানান, তাঁদের ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস, জহুরুলরা। ইউনুস ও জহুরুলও পাচারের কথা স্বীকার করেছেন।
বিজিবি ও চৌগাছা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, করোনা শুরুর পর থেকে চৌগাছা সীমান্তে অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেওয়ার নামে পাচার করে থাকে। এর আগে, গত ৮ জানুয়ারি শহরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করেছে। পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। জহুরুল ও ইউনুসকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে