পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভরা মৎস্য ঘেরে জোরপূর্বক বাঁধ নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটেছে।
এর আগেও ওই ঘেরটি দখলের চেষ্টা করা হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা মানতে বললেও তা তারা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই ঘেরটিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে কৃষ্ণনগরের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণনগর মৌজায় আমার নিজস্ব ডিসিআর ও ইজারার ৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। গত এক বছর ধরে প্রতিবেশী সাহেব আলী গাজী ও নিত্যানন্দ দাশের ছেলে তুষার কান্তি দাশ আমার ঘেরের জমিতে মৎস্য চাষে বাঁধা সৃষ্টি করে আসছে।’
ঘের মালিক মান্নান গাজী আরও বলেন, ‘পাইকগাছা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান ভরা মৌসুমে তুষার কান্তি দাশ আমার ঘেরের মাঝ বরাবর বাঁধ দিয়ে মাছের ব্যাপক ক্ষতি করে দখলের চেষ্টা করছে।’
এ বিষয়ে অভিযুক্ত তুষার কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিজস্ব ১৩ শতক ও ডিসিআর মূলে কেডি স্কুলের ৯ শতক ও বিনয় নামে একজনের ৫ শতক জমিতে বাঁধ দিয়ে পৃথক করে নিচ্ছি।’
কিন্তু ঘেরে মাছ থাকা অবস্থায় বাঁধ কেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘থানায় বসাবসি হলেও মীমাংসা না হওয়ায় এখন বাঁধ দিচ্ছি।’
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘মৎস্য ঘেরের জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। কিন্তু এ নিয়ে আদালতের কোনো আদেশ বা রায় থাকলে সেটা উভয় পক্ষের মানা উচিত।’

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভরা মৎস্য ঘেরে জোরপূর্বক বাঁধ নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটেছে।
এর আগেও ওই ঘেরটি দখলের চেষ্টা করা হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা মানতে বললেও তা তারা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই ঘেরটিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে কৃষ্ণনগরের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণনগর মৌজায় আমার নিজস্ব ডিসিআর ও ইজারার ৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। গত এক বছর ধরে প্রতিবেশী সাহেব আলী গাজী ও নিত্যানন্দ দাশের ছেলে তুষার কান্তি দাশ আমার ঘেরের জমিতে মৎস্য চাষে বাঁধা সৃষ্টি করে আসছে।’
ঘের মালিক মান্নান গাজী আরও বলেন, ‘পাইকগাছা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান ভরা মৌসুমে তুষার কান্তি দাশ আমার ঘেরের মাঝ বরাবর বাঁধ দিয়ে মাছের ব্যাপক ক্ষতি করে দখলের চেষ্টা করছে।’
এ বিষয়ে অভিযুক্ত তুষার কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিজস্ব ১৩ শতক ও ডিসিআর মূলে কেডি স্কুলের ৯ শতক ও বিনয় নামে একজনের ৫ শতক জমিতে বাঁধ দিয়ে পৃথক করে নিচ্ছি।’
কিন্তু ঘেরে মাছ থাকা অবস্থায় বাঁধ কেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘থানায় বসাবসি হলেও মীমাংসা না হওয়ায় এখন বাঁধ দিচ্ছি।’
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘মৎস্য ঘেরের জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। কিন্তু এ নিয়ে আদালতের কোনো আদেশ বা রায় থাকলে সেটা উভয় পক্ষের মানা উচিত।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে