Ajker Patrika

নারী কর্মকর্তাকে মামলা মীমাংসার চাপ, শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ গ্রেপ্তার ৪ 

যশোর প্রতিনিধি
নারী কর্মকর্তাকে মামলা মীমাংসার চাপ, শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ গ্রেপ্তার ৪ 

যশোরে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

গ্রেপ্তার মেহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত বছর (২০২৩ সাল) তাকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজন মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।’ তবে ম্যানসেল ছাড়া আটক বাকিদের নাম জানাতে পারেননি তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ৫ মার্চ শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল যশোর শহরের মুজিব সড়কের সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে যান। তাকে সেবা দিতে দেরি হয়েছে অজুহাতে ম্যানসেল ও তার ক্যাডাররা ওই অফিসের কর্মচারী আল আমিনকে মারপিট এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় পুলিশ ম্যানসেলসহ চার ক্যাডারকে গ্রেপ্তার করে। পরে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আদালতে চার্জশিটও দাখিল করেছে।

সূত্র আরও জানায়, সম্প্রতি ওই মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছিলেন সন্ত্রাসী ম্যানসেল। একাধিক দিন ম্যানসেল তার ক্যাডারদের ওই অফিসে পাঠিয়েছেন আপস–মীমাংসার অ্যাফিডেভিটের কাগজে স্বাক্ষরের জন্য। কিন্তু বাদী রাজি হননি। আজ (বুধবার) ম্যানসেল তার ক্যাডার বাহিনী নিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হানা দেয়। এ সময় তিনি আপস মীমাংসার কাগজে স্বাক্ষর করার জন্য মুনা আফরিনকে ভয়ভীতি দেখান। খবর পেয়ে পুলিশ ওই অফিসে হানা দিয়ে ম্যানসেলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত