যশোর প্রতিনিধি

যশোরে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেপ্তার মেহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত বছর (২০২৩ সাল) তাকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজন মামলা রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।’ তবে ম্যানসেল ছাড়া আটক বাকিদের নাম জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ৫ মার্চ শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল যশোর শহরের মুজিব সড়কের সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে যান। তাকে সেবা দিতে দেরি হয়েছে অজুহাতে ম্যানসেল ও তার ক্যাডাররা ওই অফিসের কর্মচারী আল আমিনকে মারপিট এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় পুলিশ ম্যানসেলসহ চার ক্যাডারকে গ্রেপ্তার করে। পরে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আদালতে চার্জশিটও দাখিল করেছে।
সূত্র আরও জানায়, সম্প্রতি ওই মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছিলেন সন্ত্রাসী ম্যানসেল। একাধিক দিন ম্যানসেল তার ক্যাডারদের ওই অফিসে পাঠিয়েছেন আপস–মীমাংসার অ্যাফিডেভিটের কাগজে স্বাক্ষরের জন্য। কিন্তু বাদী রাজি হননি। আজ (বুধবার) ম্যানসেল তার ক্যাডার বাহিনী নিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হানা দেয়। এ সময় তিনি আপস মীমাংসার কাগজে স্বাক্ষর করার জন্য মুনা আফরিনকে ভয়ভীতি দেখান। খবর পেয়ে পুলিশ ওই অফিসে হানা দিয়ে ম্যানসেলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

যশোরে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেপ্তার মেহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত বছর (২০২৩ সাল) তাকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজন মামলা রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।’ তবে ম্যানসেল ছাড়া আটক বাকিদের নাম জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ৫ মার্চ শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল যশোর শহরের মুজিব সড়কের সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে যান। তাকে সেবা দিতে দেরি হয়েছে অজুহাতে ম্যানসেল ও তার ক্যাডাররা ওই অফিসের কর্মচারী আল আমিনকে মারপিট এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় পুলিশ ম্যানসেলসহ চার ক্যাডারকে গ্রেপ্তার করে। পরে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আদালতে চার্জশিটও দাখিল করেছে।
সূত্র আরও জানায়, সম্প্রতি ওই মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছিলেন সন্ত্রাসী ম্যানসেল। একাধিক দিন ম্যানসেল তার ক্যাডারদের ওই অফিসে পাঠিয়েছেন আপস–মীমাংসার অ্যাফিডেভিটের কাগজে স্বাক্ষরের জন্য। কিন্তু বাদী রাজি হননি। আজ (বুধবার) ম্যানসেল তার ক্যাডার বাহিনী নিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হানা দেয়। এ সময় তিনি আপস মীমাংসার কাগজে স্বাক্ষর করার জন্য মুনা আফরিনকে ভয়ভীতি দেখান। খবর পেয়ে পুলিশ ওই অফিসে হানা দিয়ে ম্যানসেলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে