ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় নদীর চর দখল করে গড়ে উঠেছে অবৈধ মিনি ইটভাটা। সেখানে পোড়ানো হচ্ছে কাঠ। এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, ইটভাটা তৈরির লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে এই ইটভাটা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার অতুল পাল ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তালতলা নদীর চর এলাকায় এই ইটভাটা গড়ে তুলেছেন। কিন্তু সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠলেও এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে বিপুল পরিমাণ কাঠ। ডুমুরিয়া ও পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে খেজুর ও নারিকেলগাছের গুঁড়িসহ নানা শ্রেণির বনজ বৃক্ষের কাঠ সংগ্রহ করে ভাটা চত্বরে জড়ো করে রাখা হয়েছে। ইটভাটার কালো ধোঁয়ায় সাধারণ মানুষ সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে নানা শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্চয় সানা বলেন, ‘বেআইনিভাবে নদীর চর ভরাট করে দীর্ঘদিন ধরে তিনি ইটভাটা পরিচালনা করে আসছেন। ইটভাটার কারণে সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। প্রশাসনের কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানাই।’
এদিকে ভাটার মালিক অতুল পাল অবৈধ ইটভাটার কথা স্বীকার করে বলেন, ‘জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে ইটভাটা পরিচালনা করছি।’
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার ডুমুরিয়ায় নদীর চর দখল করে গড়ে উঠেছে অবৈধ মিনি ইটভাটা। সেখানে পোড়ানো হচ্ছে কাঠ। এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, ইটভাটা তৈরির লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে এই ইটভাটা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার অতুল পাল ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তালতলা নদীর চর এলাকায় এই ইটভাটা গড়ে তুলেছেন। কিন্তু সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠলেও এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে বিপুল পরিমাণ কাঠ। ডুমুরিয়া ও পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে খেজুর ও নারিকেলগাছের গুঁড়িসহ নানা শ্রেণির বনজ বৃক্ষের কাঠ সংগ্রহ করে ভাটা চত্বরে জড়ো করে রাখা হয়েছে। ইটভাটার কালো ধোঁয়ায় সাধারণ মানুষ সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে নানা শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্চয় সানা বলেন, ‘বেআইনিভাবে নদীর চর ভরাট করে দীর্ঘদিন ধরে তিনি ইটভাটা পরিচালনা করে আসছেন। ইটভাটার কারণে সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। প্রশাসনের কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানাই।’
এদিকে ভাটার মালিক অতুল পাল অবৈধ ইটভাটার কথা স্বীকার করে বলেন, ‘জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে ইটভাটা পরিচালনা করছি।’
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে