
খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরন্ময় সানা বলেন, ‘দাকোপ উপজেলার পানখালী ১ নম্বর ওয়ার্ডের খলিশা গ্রামে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি আমরা বংশপরম্পরায় ভোগদখল করে আসছি। সম্প্রতি ‘অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি’ নামের একটি কোম্পানি শিপইয়ার্ড নির্মাণের জন্য জমি কিনতে চাইলে এলাকাবাসী জমি না বেচার সিদ্ধান্ত নেয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির আহ্বায়ক অসিত বরণ সাহা, সদস্যসচিব মান্নান খান, দাকোপ পৌর আহ্বায়ক মোজাফ্ফর শেখ ও পৌর শাখার সদস্যসচিব আলামিন সানাসহ অন্যরা জমির মালিকদের কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখান। এই অবস্থায় গত বছরের ২০ নভেম্বর কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির নেতা-কর্মীরা ৪-৫ শতাধিক লোক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলি জমি জবর দখল করে এবং আধা পাকা ধানখেতে বালু ভরাট করে।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপরিপক্ব ধানের জমিতে বালু ভরাট ও জমি দখলের সময় ক্ষতিগ্রস্তরা থানা ও উপজেলা প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি বলে তাঁদের অভিযোগ।

অভিযোগ সম্পর্কে জানতে বেসরকারি অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব। তা ছাড়া জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত তাঁদের পক্ষে রায় দিলেও আমরা জমি ছেড়ে দেব।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে