ডুমুরিয়া প্রতিনিধি

কোরবানির ঈদকে সামনে রেখে বসতে শুরু করেছে ডুমুরিয়ায় পশুর হাট। উপজেলাজুড়ে আলোচনায় রয়েছে ‘কালা মানিক’। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদের বাজার কাঁপাবে এই গরু। কালা মানিকের দৈর্ঘ্য ১৫ ফুট, উচ্চতা ৭ ফুট এবং ওজন ৩২ মণ।
কালো রঙের গরুটির মালিকের নাম প্রবীর মজুমদার। তিনি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতেই রয়েছে গরুর খামার। সেখানেই দেখা মেলে ৩২ মণ ওজন গরুটির। এ ছাড়া তাঁর আরও তিনটি গরু রয়েছে।
খামারি প্রবীর মজুমদার জানান, কালা মানিক খুব শান্তস্বভাবের। প্রবাসী প্রবীর দেশে ফিরে শখের বশে খামার গড়ে তোলেন। পাঁচ বছর ধরে গরুর ব্যবসা করছেন তিনি। দুই বছর আগে লালনপালন শুরু করেন।
প্রবীর মজুমদার আরও জানান, প্রতিদিন দুই বেলা প্রায় ১০ কেজি করে খাবার খায় গরুটি। এর মধ্যে রয়েছে গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস। এ ছাড়া মাঝে মধ্যে খুদও খায়। তবে মোটাতাজাকরণের কোনো ধরনের ওষুধ দেন না। প্রাণিসম্পদ অফিসের পরামর্শেই এসব খাবার খাওয়ান তিনি।
এদিকে কালা মানিককে দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন খামারে।
গরু দেখতে আসা এনামুল গাজী বলেন, ‘বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে এসেছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, উপজেলায় এত বড় গরু আর নেই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা বলেন, চাহিদা অনুযায়ী কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তবু খামারিরা গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কোরবানির ঈদকে সামনে রেখে বসতে শুরু করেছে ডুমুরিয়ায় পশুর হাট। উপজেলাজুড়ে আলোচনায় রয়েছে ‘কালা মানিক’। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদের বাজার কাঁপাবে এই গরু। কালা মানিকের দৈর্ঘ্য ১৫ ফুট, উচ্চতা ৭ ফুট এবং ওজন ৩২ মণ।
কালো রঙের গরুটির মালিকের নাম প্রবীর মজুমদার। তিনি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতেই রয়েছে গরুর খামার। সেখানেই দেখা মেলে ৩২ মণ ওজন গরুটির। এ ছাড়া তাঁর আরও তিনটি গরু রয়েছে।
খামারি প্রবীর মজুমদার জানান, কালা মানিক খুব শান্তস্বভাবের। প্রবাসী প্রবীর দেশে ফিরে শখের বশে খামার গড়ে তোলেন। পাঁচ বছর ধরে গরুর ব্যবসা করছেন তিনি। দুই বছর আগে লালনপালন শুরু করেন।
প্রবীর মজুমদার আরও জানান, প্রতিদিন দুই বেলা প্রায় ১০ কেজি করে খাবার খায় গরুটি। এর মধ্যে রয়েছে গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস। এ ছাড়া মাঝে মধ্যে খুদও খায়। তবে মোটাতাজাকরণের কোনো ধরনের ওষুধ দেন না। প্রাণিসম্পদ অফিসের পরামর্শেই এসব খাবার খাওয়ান তিনি।
এদিকে কালা মানিককে দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন খামারে।
গরু দেখতে আসা এনামুল গাজী বলেন, ‘বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে এসেছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, উপজেলায় এত বড় গরু আর নেই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা বলেন, চাহিদা অনুযায়ী কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তবু খামারিরা গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৭ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে