ডুমুরিয়া প্রতিনিধি

কোরবানির ঈদকে সামনে রেখে বসতে শুরু করেছে ডুমুরিয়ায় পশুর হাট। উপজেলাজুড়ে আলোচনায় রয়েছে ‘কালা মানিক’। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদের বাজার কাঁপাবে এই গরু। কালা মানিকের দৈর্ঘ্য ১৫ ফুট, উচ্চতা ৭ ফুট এবং ওজন ৩২ মণ।
কালো রঙের গরুটির মালিকের নাম প্রবীর মজুমদার। তিনি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতেই রয়েছে গরুর খামার। সেখানেই দেখা মেলে ৩২ মণ ওজন গরুটির। এ ছাড়া তাঁর আরও তিনটি গরু রয়েছে।
খামারি প্রবীর মজুমদার জানান, কালা মানিক খুব শান্তস্বভাবের। প্রবাসী প্রবীর দেশে ফিরে শখের বশে খামার গড়ে তোলেন। পাঁচ বছর ধরে গরুর ব্যবসা করছেন তিনি। দুই বছর আগে লালনপালন শুরু করেন।
প্রবীর মজুমদার আরও জানান, প্রতিদিন দুই বেলা প্রায় ১০ কেজি করে খাবার খায় গরুটি। এর মধ্যে রয়েছে গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস। এ ছাড়া মাঝে মধ্যে খুদও খায়। তবে মোটাতাজাকরণের কোনো ধরনের ওষুধ দেন না। প্রাণিসম্পদ অফিসের পরামর্শেই এসব খাবার খাওয়ান তিনি।
এদিকে কালা মানিককে দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন খামারে।
গরু দেখতে আসা এনামুল গাজী বলেন, ‘বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে এসেছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, উপজেলায় এত বড় গরু আর নেই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা বলেন, চাহিদা অনুযায়ী কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তবু খামারিরা গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কোরবানির ঈদকে সামনে রেখে বসতে শুরু করেছে ডুমুরিয়ায় পশুর হাট। উপজেলাজুড়ে আলোচনায় রয়েছে ‘কালা মানিক’। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদের বাজার কাঁপাবে এই গরু। কালা মানিকের দৈর্ঘ্য ১৫ ফুট, উচ্চতা ৭ ফুট এবং ওজন ৩২ মণ।
কালো রঙের গরুটির মালিকের নাম প্রবীর মজুমদার। তিনি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতেই রয়েছে গরুর খামার। সেখানেই দেখা মেলে ৩২ মণ ওজন গরুটির। এ ছাড়া তাঁর আরও তিনটি গরু রয়েছে।
খামারি প্রবীর মজুমদার জানান, কালা মানিক খুব শান্তস্বভাবের। প্রবাসী প্রবীর দেশে ফিরে শখের বশে খামার গড়ে তোলেন। পাঁচ বছর ধরে গরুর ব্যবসা করছেন তিনি। দুই বছর আগে লালনপালন শুরু করেন।
প্রবীর মজুমদার আরও জানান, প্রতিদিন দুই বেলা প্রায় ১০ কেজি করে খাবার খায় গরুটি। এর মধ্যে রয়েছে গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস। এ ছাড়া মাঝে মধ্যে খুদও খায়। তবে মোটাতাজাকরণের কোনো ধরনের ওষুধ দেন না। প্রাণিসম্পদ অফিসের পরামর্শেই এসব খাবার খাওয়ান তিনি।
এদিকে কালা মানিককে দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন খামারে।
গরু দেখতে আসা এনামুল গাজী বলেন, ‘বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে এসেছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, উপজেলায় এত বড় গরু আর নেই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা বলেন, চাহিদা অনুযায়ী কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তবু খামারিরা গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৮ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৪ মিনিট আগে