Ajker Patrika

ভারতে পাচার এক কিশোরকে দেড় বছর পর ট্রাভেল পারমিটে ফেরত

প্রতিনিধি
ভারতে পাচার এক কিশোরকে দেড় বছর পর ট্রাভেল পারমিটে ফেরত

শার্শা (যশোর): ভারতে পাচার হওয়া আরাফাত (১৬) নামে বাংলাদেশি এক কিশোরকে উদ্ধারের দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে।

ফেরত আসা কিশোর চট্টগ্রামের সাতকানিয়া থানার ফারুক আহমেদের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, ভালো কাজ দেবে এই প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র ওই কিশোরকে ভারতে নিয়ে যায়। এ সময় পাচারকারীরা তাকে ভালো কাজ না দিয়ে বোম্বে শহরে ঝুঁকিপূর্ণ কাজে লাগায়। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। সেখান থেকে  রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাকে দেশে ফেরত পাঠানো হয়। যেহেতু সে ভারত থেকে এসেছে এ জন্য বেনাপোলের একটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে করোনা সংক্রমণ ঝুঁকি মুক্ত হলে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। 

এ সময় তিনি আরও জানান, পাচারের শিকার কিশোরের পরিবার যদি অপরাধীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত