খুলনা প্রতিনিধি

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার তিনটি পয়েন্ট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।
এদিন সকাল ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিববাড়ী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ী থেকে সোনাডাঙ্গা, ময়লাপোঁতা, রূপসা সড়ক অবরোধ করেন নর্দার্ন ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আজকের আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, বিএল কলেজের শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ করা গেছে। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’ ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই,’ ‘আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়,’ ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’সহ নানা স্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।
আন্দোলনে অংশগ্রহণকারী খুবির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এত দিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাঁদের কাছে আমাদের দাবি, তাঁরাই যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী।’
অন্যদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যেখানে ছেলেদের বিকেল ৫টার মধ্যে এবং মেয়েদের আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে হল খালি করতে বলা হয়েছে।

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার তিনটি পয়েন্ট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।
এদিন সকাল ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিববাড়ী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ী থেকে সোনাডাঙ্গা, ময়লাপোঁতা, রূপসা সড়ক অবরোধ করেন নর্দার্ন ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আজকের আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, বিএল কলেজের শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ করা গেছে। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’ ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই,’ ‘আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়,’ ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’সহ নানা স্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।
আন্দোলনে অংশগ্রহণকারী খুবির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এত দিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাঁদের কাছে আমাদের দাবি, তাঁরাই যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী।’
অন্যদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যেখানে ছেলেদের বিকেল ৫টার মধ্যে এবং মেয়েদের আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে হল খালি করতে বলা হয়েছে।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৫ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩১ মিনিট আগে