সাতক্ষীরা প্রতিনিধি

নির্বাচন পরবর্তী বিজয় মিছিল থেকে উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে দু পক্ষের ইট পাটকেলসহ গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরাজিত প্রার্থীর বাড়ি থেকে ছোড়া গুলিতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইটের আঘাতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাঁজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আহতরা হলেন, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের রফিকুল গাজির ছেলে রাসেল হোসেন (২৫), নাফিল উদ্দিন শেখের ছেলে আসাদুল শেখ (৪৮), আহসান হাবিব টগরের ছেলে রাকিব হোসেন (১২), শফিকুল সানার ছেলে ফিরোজ সানা (৩৩), তুয়ারডাঙা গ্রামের সজিব উদ্দিন সাজুর ছেলে সজিব হোসেন (১১)।
এছাড়াও ইটের আঘাতে আহতদের মধ্যে রয়েছেন, ওই গ্রামের বারিক সরদারের ছেলে হোসেন আলী সরদার (৫৫), আমিনুর সরদারের ছেলে টুকু সরদার (৪৫), রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে ইমাম হোসেন (৫৫) সহ অন্তত আরও ১৩ জন।
এই ঘটনার বিষয়ে আশাশুনির খাঁজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম বলেন, নির্বাচনে তিনি ৭ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে বের হন। এ সময় তুয়ারডাঙা বাজারে আনারস প্রতীকের পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে বিজয় মিছিলকে উদ্দেশ্য করে গালি গালাজ করা হয়। জবাবে তার কর্মী সমর্থকরাও গালিগালাজ করে। একপর্যায়ে উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করার সময় পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির দোতলা থেকে তার কর্মী গোলাম রাব্বি মিছিলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ভাতিজাসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। এ ছাড়া ইটের আঘাতে আহত হন আরও ৭ জন কর্মী। গুলিবিদ্ধ রাসেল ও আসাদুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে খাঁজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত অহিদুল ইসলাম বলেন, শাহানেওয়াজ ডালিমের জয়লাভ এর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত ১১টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিক আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এরপর ও বৃহস্পতিবার সকালে শাহানেওয়াজ ডালিমের নেতৃত্বে বিজয় মিছিল করার সময় তার বাড়ির গেটে ভাঙচুর চালানো হয়। এ সময় তিনি নিজের লাইসেন্সকৃত শটগান থেকে আত্মরক্ষার্থে ছররা গুলি ছোড়েন। বিজয় মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে তার ছয়জন কর্মী সমর্থক আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন তিনি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

নির্বাচন পরবর্তী বিজয় মিছিল থেকে উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে দু পক্ষের ইট পাটকেলসহ গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরাজিত প্রার্থীর বাড়ি থেকে ছোড়া গুলিতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইটের আঘাতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাঁজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আহতরা হলেন, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের রফিকুল গাজির ছেলে রাসেল হোসেন (২৫), নাফিল উদ্দিন শেখের ছেলে আসাদুল শেখ (৪৮), আহসান হাবিব টগরের ছেলে রাকিব হোসেন (১২), শফিকুল সানার ছেলে ফিরোজ সানা (৩৩), তুয়ারডাঙা গ্রামের সজিব উদ্দিন সাজুর ছেলে সজিব হোসেন (১১)।
এছাড়াও ইটের আঘাতে আহতদের মধ্যে রয়েছেন, ওই গ্রামের বারিক সরদারের ছেলে হোসেন আলী সরদার (৫৫), আমিনুর সরদারের ছেলে টুকু সরদার (৪৫), রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে ইমাম হোসেন (৫৫) সহ অন্তত আরও ১৩ জন।
এই ঘটনার বিষয়ে আশাশুনির খাঁজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম বলেন, নির্বাচনে তিনি ৭ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে বের হন। এ সময় তুয়ারডাঙা বাজারে আনারস প্রতীকের পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে বিজয় মিছিলকে উদ্দেশ্য করে গালি গালাজ করা হয়। জবাবে তার কর্মী সমর্থকরাও গালিগালাজ করে। একপর্যায়ে উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করার সময় পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির দোতলা থেকে তার কর্মী গোলাম রাব্বি মিছিলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ভাতিজাসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। এ ছাড়া ইটের আঘাতে আহত হন আরও ৭ জন কর্মী। গুলিবিদ্ধ রাসেল ও আসাদুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে খাঁজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত অহিদুল ইসলাম বলেন, শাহানেওয়াজ ডালিমের জয়লাভ এর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত ১১টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিক আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এরপর ও বৃহস্পতিবার সকালে শাহানেওয়াজ ডালিমের নেতৃত্বে বিজয় মিছিল করার সময় তার বাড়ির গেটে ভাঙচুর চালানো হয়। এ সময় তিনি নিজের লাইসেন্সকৃত শটগান থেকে আত্মরক্ষার্থে ছররা গুলি ছোড়েন। বিজয় মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে তার ছয়জন কর্মী সমর্থক আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন তিনি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
৩ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে