খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, ভুক্তভোগীর অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে অপরাধীকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, ‘আজ আমাদের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা একেবারেই অপ্রত্যাশিত। তথাকথিত যে সাংবাদিক এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাঁর অতি দ্রুত শাস্তির দাবি জানাই। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি অপরাধীকে সাজা না দেওয়া হয়, তাহলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠবে।’
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থী জি এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াকালীন যৌন নিপীড়নের বিরুদ্ধে বহুবার মানববন্ধনে দাঁড়িয়েছি। যৌন নিপীড়নের বিরুদ্ধে সরকারের বহু আইনকানুন থাকলেও এটি আইনেই সীমাবদ্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এটি বাস্তবায়িত হচ্ছে না। নীতিনির্ধারকদের উচিৎ এটি বাস্তবায়ন করা এবং যৌন নিপীড়কদের বিরুদ্ধে সোচ্চার হওয়া।’
উল্লেখ্য, গত ১০ মে ঝিনাইদহে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সাংবাদিকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের। অভিযুক্ত খাইরুল ইসলাম নিরব (৩০) ‘দৈনিক স্বাধীন বাংলা’ নামে একটি পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ মে) ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, ভুক্তভোগীর অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে অপরাধীকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, ‘আজ আমাদের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা একেবারেই অপ্রত্যাশিত। তথাকথিত যে সাংবাদিক এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাঁর অতি দ্রুত শাস্তির দাবি জানাই। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি অপরাধীকে সাজা না দেওয়া হয়, তাহলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠবে।’
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থী জি এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াকালীন যৌন নিপীড়নের বিরুদ্ধে বহুবার মানববন্ধনে দাঁড়িয়েছি। যৌন নিপীড়নের বিরুদ্ধে সরকারের বহু আইনকানুন থাকলেও এটি আইনেই সীমাবদ্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এটি বাস্তবায়িত হচ্ছে না। নীতিনির্ধারকদের উচিৎ এটি বাস্তবায়ন করা এবং যৌন নিপীড়কদের বিরুদ্ধে সোচ্চার হওয়া।’
উল্লেখ্য, গত ১০ মে ঝিনাইদহে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সাংবাদিকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের। অভিযুক্ত খাইরুল ইসলাম নিরব (৩০) ‘দৈনিক স্বাধীন বাংলা’ নামে একটি পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ মে) ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে