খুবি প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির (খুবি) শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও অ্যাসেসমেন্ট বর্জন করেছেন।
আজ বুধবার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন এবং বিক্ষোভ করবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেন। একই সঙ্গে আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও খুলনায় প্রবেশপথ ঢাকা-খুলনা মহাসড়কের নগরীর জিরো পয়েন্টে ব্লকেড কর্মসূচি করবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কুয়েটের ওপর চাপিয়ে দেওয়া দলীয়করণ প্রক্রিয়া সারা দেশের শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা। যারা কুয়েটের ভিসিকে ঘিরে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কুয়েটের উপাচার্যের পদত্যাগ ও তাঁর সুষ্ঠু বিচার করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অনেকে আহত হন। এর জের ধরে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।
এই পরিস্থিতিতে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহিংসতার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরদিন ১৫ এপ্রিল দুপুরে তাঁরা একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন।
গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটের ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। এর আগে ২০ এপ্রিল এক দফা দাবি পূরণের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাঁরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির (খুবি) শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও অ্যাসেসমেন্ট বর্জন করেছেন।
আজ বুধবার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন এবং বিক্ষোভ করবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেন। একই সঙ্গে আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও খুলনায় প্রবেশপথ ঢাকা-খুলনা মহাসড়কের নগরীর জিরো পয়েন্টে ব্লকেড কর্মসূচি করবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কুয়েটের ওপর চাপিয়ে দেওয়া দলীয়করণ প্রক্রিয়া সারা দেশের শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা। যারা কুয়েটের ভিসিকে ঘিরে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কুয়েটের উপাচার্যের পদত্যাগ ও তাঁর সুষ্ঠু বিচার করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অনেকে আহত হন। এর জের ধরে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।
এই পরিস্থিতিতে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহিংসতার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরদিন ১৫ এপ্রিল দুপুরে তাঁরা একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন।
গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটের ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। এর আগে ২০ এপ্রিল এক দফা দাবি পূরণের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাঁরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে