নড়াইল প্রতিনিধি

নড়াইলের যে মাঠে ক্রিকেট খেলার হাতেখড়ি, সেই মাঠে এসে বাল্যবন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ঈদ আনন্দ উপভোগ করলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত তিন দিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।
ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে, যে ব্যাচের বন্ধুদের অনেক বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে তিন থেকে চার দিন। এবারের ঈদের সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন।
‘অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে, তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলায় মনোযোগীরা অন্যায় কাজ থেকে দূরে থাকে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্টটা। এইটা ইনশা আল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।’
তিন তিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ১২ এপ্রিল। আজ দ্বিতীয় দিনের মতো ম্যাচ অনুষ্ঠিত হয়। রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

নড়াইলের যে মাঠে ক্রিকেট খেলার হাতেখড়ি, সেই মাঠে এসে বাল্যবন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ঈদ আনন্দ উপভোগ করলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত তিন দিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।
ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে, যে ব্যাচের বন্ধুদের অনেক বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে তিন থেকে চার দিন। এবারের ঈদের সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন।
‘অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে, তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলায় মনোযোগীরা অন্যায় কাজ থেকে দূরে থাকে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্টটা। এইটা ইনশা আল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।’
তিন তিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ১২ এপ্রিল। আজ দ্বিতীয় দিনের মতো ম্যাচ অনুষ্ঠিত হয়। রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে