জীববিজ্ঞান অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব
খুবি প্রতিনিধি

বিডিবিও-বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা আঞ্চলিক পর্ব শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলার ৪৫০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার টিকিট পেয়েছে ১০০ জন শিক্ষার্থী।
সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এরপর চারুকলা স্কুলের আঙিনায় প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা খুঁজে নেয় অন্যরকম আনন্দ। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইফুজ্জামান এবং অধ্যাপক ড. সাঈদা রেহানা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়ছে, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। এই অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করেন ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

বিডিবিও-বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা আঞ্চলিক পর্ব শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলার ৪৫০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার টিকিট পেয়েছে ১০০ জন শিক্ষার্থী।
সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এরপর চারুকলা স্কুলের আঙিনায় প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা খুঁজে নেয় অন্যরকম আনন্দ। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইফুজ্জামান এবং অধ্যাপক ড. সাঈদা রেহানা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়ছে, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অলিম্পিয়াড খুলনা অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। এই অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করেন ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২২ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩২ মিনিট আগে