নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। আজ সোমবার সকাল ৮টায় নগরীর ২৮৯টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কার্যক্রম শুরু হয়েছে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্র রয়েছে। প্রায় ৩ হাজারটি ইভিএমে ভোট হবে। সবগুলো কেন্দ্রে মোট ২ হাজার ৩১০ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ৩১টি ওয়ার্ড এবং ৫ লক্ষ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৬৯৬ জন।
কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেবেন। শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ভোট দেবেন। খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান মুশফিক। এছাড়া এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
নির্বাচনে সংরক্ষিত আসনে ৩৯ নারী প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে ১৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত ৯ ও জামায়াতে ইসলামীর ৫ প্রার্থী ছাড়া আওয়ামী লীগের ১৬১ প্রার্থী।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। আজ সোমবার সকাল ৮টায় নগরীর ২৮৯টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কার্যক্রম শুরু হয়েছে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্র রয়েছে। প্রায় ৩ হাজারটি ইভিএমে ভোট হবে। সবগুলো কেন্দ্রে মোট ২ হাজার ৩১০ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ৩১টি ওয়ার্ড এবং ৫ লক্ষ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৬৯৬ জন।
কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেবেন। শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ভোট দেবেন। খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান মুশফিক। এছাড়া এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
নির্বাচনে সংরক্ষিত আসনে ৩৯ নারী প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে ১৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত ৯ ও জামায়াতে ইসলামীর ৫ প্রার্থী ছাড়া আওয়ামী লীগের ১৬১ প্রার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৮ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৮ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে