খুলনার পাইকগাছায় রুবিনা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবারের দাবি তাঁর স্বামী হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের গৃহবধূর পিতা আবুল হাই শেখ বলেন, ৭ বছর আগে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের মৃত ইনছার গাজীর ছেলে কুদ্দুস গাজীর সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিই। তাদের একটি ৪ বছরের সন্তান রয়েছে। বিভিন্ন সময় মেয়েকে জামাই মারপিট করে আমার বাড়িতে পাঠিয়ে দিত। কিন্তু শুক্রবার তাদের ৪ বছরের শিশুর সুন্নতে খতনা দেওয়ার কথা ছিল। এ জন্য জামাই নিকট একটি খাসি ও স্বর্ণের চেইন চায়। আমি দিতে অস্বীকার করায় গতকাল রাতে মেয়েকে মারপিট করে আহত করে।’
আবুল হাই শেখ আরও বলেন, ‘রুবিনা বড়বোন ছকিনার কাছে বলে আমাকে মারপিট করেছে এবং আমার স্বামী মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার ধারণা আমার মেয়েকে তারা মেরে গলায় রশি পেঁচিয়ে পাশের বাগানের একটি আমগাছের ডালে ঝুলিয়ে রাখে।’
রুবিনার স্বামী কুদ্দুস গাজী বলেন, ‘আমি আমার স্ত্রীকে মারপিট করিনি। আমার শ্বশুর-শাশুড়ি আসবে না বলে জানালে মা-বাবার ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বোঝা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে