প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছার সোলাদানায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মান্নান গাজী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এনামুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোলাদানা বেদবুনিয়া মাদ্রাসা মোড়ে হওয়া এ ঘটনায় এনামুল হকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙ্চুর করা হয়েছে বাড়ি–ঘর ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আটক করা হয়েছে তিনজনকে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফিক আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এস এম এনামুল হকের কর্মীরা পোস্টার লাগাতে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা বাধা দেন। তাঁরা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এনামুল জানতে পেরে কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে যান। নৌকা প্রতীকের প্রার্থীরা এ সময় ধাওয়া করলে তাঁরা সোলাদানার বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তাঁর বোন মনিরার বাড়িতে আশ্রয় নেন। এ সময় মান্নান গাজীর পক্ষের কর্মীরা লাভলু ও মনিরার বাড়ি ভাংচুর করে চেয়ারম্যান এনামুল, কিশোর কুমার মণ্ডল ও মুজিবুর রহমানকে এলোপাতাড়ি জখম করে। এনামুলের দলের লোকেরা এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলী নামের তিনজনকে আটক করেছে।
এদিকে সংঘর্ষে আহত এনামুল হক, শামীম ও কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর নিজের কর্মীদের হামলার বিষয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মান্নান গাজী বলেন, ‘চেয়ারম্যান (এনামুল হক) মুখ খারাপ করায় স্থানীয় লোকেরা তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে মারপিট করে।’

খুলনার পাইকগাছার সোলাদানায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মান্নান গাজী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এনামুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোলাদানা বেদবুনিয়া মাদ্রাসা মোড়ে হওয়া এ ঘটনায় এনামুল হকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙ্চুর করা হয়েছে বাড়ি–ঘর ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আটক করা হয়েছে তিনজনকে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফিক আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এস এম এনামুল হকের কর্মীরা পোস্টার লাগাতে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা বাধা দেন। তাঁরা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এনামুল জানতে পেরে কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে যান। নৌকা প্রতীকের প্রার্থীরা এ সময় ধাওয়া করলে তাঁরা সোলাদানার বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তাঁর বোন মনিরার বাড়িতে আশ্রয় নেন। এ সময় মান্নান গাজীর পক্ষের কর্মীরা লাভলু ও মনিরার বাড়ি ভাংচুর করে চেয়ারম্যান এনামুল, কিশোর কুমার মণ্ডল ও মুজিবুর রহমানকে এলোপাতাড়ি জখম করে। এনামুলের দলের লোকেরা এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলী নামের তিনজনকে আটক করেছে।
এদিকে সংঘর্ষে আহত এনামুল হক, শামীম ও কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর নিজের কর্মীদের হামলার বিষয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মান্নান গাজী বলেন, ‘চেয়ারম্যান (এনামুল হক) মুখ খারাপ করায় স্থানীয় লোকেরা তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে মারপিট করে।’

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে