Ajker Patrika

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৪: ৩৯
যশোর সেনানিবাসে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আজকের পত্রিকা
যশোর সেনানিবাসে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আজকের পত্রিকা

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের (এসটিসিঅ্যান্ডএস) সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।

কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেনারেল ওয়াকার-উজ-জামান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডাররা, সিগন্যালস্ ইউনিটগুলোর অধিনায়কেরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এ সময় তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল অভ্যর্থনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত