যশোর প্রতিনিধি

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের (এসটিসিঅ্যান্ডএস) সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।
কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেনারেল ওয়াকার-উজ-জামান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডাররা, সিগন্যালস্ ইউনিটগুলোর অধিনায়কেরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এ সময় তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল অভ্যর্থনা জানান।

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের (এসটিসিঅ্যান্ডএস) সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানান।
কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেনারেল ওয়াকার-উজ-জামান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডাররা, সিগন্যালস্ ইউনিটগুলোর অধিনায়কেরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এ সময় তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল অভ্যর্থনা জানান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
২২ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে