খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং ইংরেজি ডিসিপ্লিনের কয়েকটি ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে ধারণা নেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘আমরা কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তবজীবনে প্রযোজ্য জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করি। আমাদের শিক্ষাব্যবস্থা হতে হবে যুগোপযোগী, বাস্তবমুখী এবং গবেষণানির্ভর।’
উপাচার্য আরও বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং বিশ্লেষণধর্মী, চিন্তাশীল এবং প্রয়োগযোগ্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। এ জন্য প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হতে হবে। যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, সেসব ডিসিপ্লিনে পর্যায়ক্রমে ল্যাব স্থাপন করা হবে।’
উপাচার্য বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালার আলোকে প্রণীত ওবিই কারিকুলামের বিভিন্ন দিক নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শ্রেণিকক্ষ সংকটসহ কয়েকটি সমস্যার কথা তুলে ধরলে উপাচার্য বলেন, চলমান ১০ তলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে ক্লাসরুম সংকট অনেকটাই কমে যাবে। এ ছাড়া অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং ইংরেজি ডিসিপ্লিনের কয়েকটি ক্লাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে ধারণা নেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘আমরা কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তবজীবনে প্রযোজ্য জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করি। আমাদের শিক্ষাব্যবস্থা হতে হবে যুগোপযোগী, বাস্তবমুখী এবং গবেষণানির্ভর।’
উপাচার্য আরও বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং বিশ্লেষণধর্মী, চিন্তাশীল এবং প্রয়োগযোগ্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। এ জন্য প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হতে হবে। যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, সেসব ডিসিপ্লিনে পর্যায়ক্রমে ল্যাব স্থাপন করা হবে।’
উপাচার্য বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালার আলোকে প্রণীত ওবিই কারিকুলামের বিভিন্ন দিক নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শ্রেণিকক্ষ সংকটসহ কয়েকটি সমস্যার কথা তুলে ধরলে উপাচার্য বলেন, চলমান ১০ তলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে ক্লাসরুম সংকট অনেকটাই কমে যাবে। এ ছাড়া অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৮ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৪ মিনিট আগে