মেহেরপুরের গাংনী

মেহেরপুরের গাংনীতে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এক ভ্যানচালককে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে আইনি সহায়তা পেতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন উপজেলার জোড়পুকুরিয়া ঈদগাঁ পাড়ার ভ্যানচালক আরিফ হোসেন।
অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আসমাতারা এবং তাঁর সহযোগী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের জাফিরুল ইসলাম ও মো. মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফ হোসেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড অনলাইনে নবায়নের জন্য ইউপি কার্যালয়ে জমা দেন। গত শুক্রবার কার্ড ফেরত চাইলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার সহযোগী জাফিরুল ও মোস্তফা ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ড ফেরত দেবে না বলে জানিয়ে দেন তাঁরা।
ভ্যানচালক আরিফ হোসেন বলেন, টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গালিগালাজ করেন তাঁরা। গালিগালাজ করতে নিষেধ করলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার নির্দেশে মোস্তফা আমাকে মারধর করেন এবং জাফিরুল অফিসের ভেতর থেকে জিআই পাইপ নিয়ে এসে তা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। তখন আমি মাটিতে পড়ে গেলে জাফিরুলের হাতে থাকা জিআই পাইপ দিয়ে আমার পিঠ, কোমর, বাম পায়ের রানে ও বাম হাতের ডানায় এলোপাতাড়ি আঘাত করেন। আমার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান।
ভ্যান চালক আরিফ হোসেন আরও বলেন, আমার মাথা ফাটিয়ে দেওয়া ও মারধরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে আর কোনো টিসিবি কার্ডধারী মারধরের শিকার হবে না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আরিফ হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) প্রীতম সাহা বলেন, ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যান আসমাতারার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অসহায় ভ্যানচালককে মারধরের ঘটনা কাম্য নয়। অবশ্যই এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেননি। পড়ে গিয়ে আহত হয়েছেন। টাকা চাওয়ার বিষয়টি সত্য না।
এদিকে, গত ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনাস্থা জানিয়ে ইউপি সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৩ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৩ মিনিট আগে