মেহেরপুরের গাংনী
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এক ভ্যানচালককে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে আইনি সহায়তা পেতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন উপজেলার জোড়পুকুরিয়া ঈদগাঁ পাড়ার ভ্যানচালক আরিফ হোসেন।
অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আসমাতারা এবং তাঁর সহযোগী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের জাফিরুল ইসলাম ও মো. মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফ হোসেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড অনলাইনে নবায়নের জন্য ইউপি কার্যালয়ে জমা দেন। গত শুক্রবার কার্ড ফেরত চাইলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার সহযোগী জাফিরুল ও মোস্তফা ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ড ফেরত দেবে না বলে জানিয়ে দেন তাঁরা।
ভ্যানচালক আরিফ হোসেন বলেন, টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গালিগালাজ করেন তাঁরা। গালিগালাজ করতে নিষেধ করলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার নির্দেশে মোস্তফা আমাকে মারধর করেন এবং জাফিরুল অফিসের ভেতর থেকে জিআই পাইপ নিয়ে এসে তা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। তখন আমি মাটিতে পড়ে গেলে জাফিরুলের হাতে থাকা জিআই পাইপ দিয়ে আমার পিঠ, কোমর, বাম পায়ের রানে ও বাম হাতের ডানায় এলোপাতাড়ি আঘাত করেন। আমার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান।
ভ্যান চালক আরিফ হোসেন আরও বলেন, আমার মাথা ফাটিয়ে দেওয়া ও মারধরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে আর কোনো টিসিবি কার্ডধারী মারধরের শিকার হবে না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আরিফ হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) প্রীতম সাহা বলেন, ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যান আসমাতারার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অসহায় ভ্যানচালককে মারধরের ঘটনা কাম্য নয়। অবশ্যই এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেননি। পড়ে গিয়ে আহত হয়েছেন। টাকা চাওয়ার বিষয়টি সত্য না।
এদিকে, গত ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনাস্থা জানিয়ে ইউপি সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করছেন সংশ্লিষ্টরা।

মেহেরপুরের গাংনীতে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এক ভ্যানচালককে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে আইনি সহায়তা পেতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন উপজেলার জোড়পুকুরিয়া ঈদগাঁ পাড়ার ভ্যানচালক আরিফ হোসেন।
অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আসমাতারা এবং তাঁর সহযোগী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের জাফিরুল ইসলাম ও মো. মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফ হোসেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড অনলাইনে নবায়নের জন্য ইউপি কার্যালয়ে জমা দেন। গত শুক্রবার কার্ড ফেরত চাইলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার সহযোগী জাফিরুল ও মোস্তফা ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ড ফেরত দেবে না বলে জানিয়ে দেন তাঁরা।
ভ্যানচালক আরিফ হোসেন বলেন, টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গালিগালাজ করেন তাঁরা। গালিগালাজ করতে নিষেধ করলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার নির্দেশে মোস্তফা আমাকে মারধর করেন এবং জাফিরুল অফিসের ভেতর থেকে জিআই পাইপ নিয়ে এসে তা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। তখন আমি মাটিতে পড়ে গেলে জাফিরুলের হাতে থাকা জিআই পাইপ দিয়ে আমার পিঠ, কোমর, বাম পায়ের রানে ও বাম হাতের ডানায় এলোপাতাড়ি আঘাত করেন। আমার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান।
ভ্যান চালক আরিফ হোসেন আরও বলেন, আমার মাথা ফাটিয়ে দেওয়া ও মারধরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে আর কোনো টিসিবি কার্ডধারী মারধরের শিকার হবে না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আরিফ হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) প্রীতম সাহা বলেন, ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যান আসমাতারার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অসহায় ভ্যানচালককে মারধরের ঘটনা কাম্য নয়। অবশ্যই এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেননি। পড়ে গিয়ে আহত হয়েছেন। টাকা চাওয়ার বিষয়টি সত্য না।
এদিকে, গত ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনাস্থা জানিয়ে ইউপি সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে