নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার কালিয়ায় থেকে অনলাইনে দামি ব্যান্ডের কম্বল বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নয়টি মোবাইল ফোন, ১৬টি সিম জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)। তাঁরা যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামের ফেসবুক পেজে ১ হাজার ৫৫০ টাকায় বিভিন্ন নামি দামি ব্যান্ডের কম্বল কেনা যাবে, এমন অফার দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। ওই বিজ্ঞাপন দেখে রেজওয়ান সিদ্দিক ইমরান নামের এক ব্যক্তি বেশ কয়েকটি কম্বল কেনার জন্য অর্ডার দেন।
অনলাইন পেজটি থেকে রেজওয়ান সিদ্দিকিকে বলা হয় পণ্য হাতে পাওয়ার আগে সব টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এরপর রেজওয়ান নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা তাঁদের পাঠায়। পরবর্তীতে প্রতারক চক্রটি ওই ব্যক্তিকে কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।
এ ঘটনায় ওই ব্যক্তি নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করে।
ওই চক্রটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে একইভাবে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তাঁদের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থানায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নড়াইল জেলার কালিয়ায় থেকে অনলাইনে দামি ব্যান্ডের কম্বল বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নয়টি মোবাইল ফোন, ১৬টি সিম জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)। তাঁরা যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামের ফেসবুক পেজে ১ হাজার ৫৫০ টাকায় বিভিন্ন নামি দামি ব্যান্ডের কম্বল কেনা যাবে, এমন অফার দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। ওই বিজ্ঞাপন দেখে রেজওয়ান সিদ্দিক ইমরান নামের এক ব্যক্তি বেশ কয়েকটি কম্বল কেনার জন্য অর্ডার দেন।
অনলাইন পেজটি থেকে রেজওয়ান সিদ্দিকিকে বলা হয় পণ্য হাতে পাওয়ার আগে সব টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এরপর রেজওয়ান নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা তাঁদের পাঠায়। পরবর্তীতে প্রতারক চক্রটি ওই ব্যক্তিকে কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।
এ ঘটনায় ওই ব্যক্তি নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করে।
ওই চক্রটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে একইভাবে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তাঁদের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থানায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২৯ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে