ঝিনাইদহ প্রতিনিধি

রোডমার্চের পিকআপ ভ্যানে তৈরি করা হয়েছে প্রতীকী ভ্রাম্যমাণ কারাগার। সেই কারাগারের মধ্যে ধানের শিষের গুচ্ছ হাতে এক কিশোরী। চোখে সানগ্লাসের সঙ্গে গোলাপি রঙের শাড়ি পরেছে সে। হঠাৎ দেখে মনে হতে পারে সেখানে দাঁড়িয়ে হাত নাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু না, মূলত এই কিশোরী সেজেছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ এই নেত্রীর মতো।
আজ মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোড মার্চ হয়। রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ সেজে সবার নজর কেড়েছে হুমায়ারা জান্নাত প্রার্থনা নামের এক কিশোরী। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদের মেয়ে। বেগম খালেদা জিয়া সশরীরে না থাকলেও প্রতীকীভাবেই তাঁকে উপস্থাপন করা হয়েছে। সেজে আসা খালেদা জিয়াকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন কর্মসূচিতে আসা নেতা–কর্মীরা।
খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। দুর্নীতির মামলায় সাজা পেয়ে দুই বছর কারাগারে ছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর ধরে খালেদা জিয়া শর্ত মেনে নিজের বাসায় থাকছেন। তবে বিদেশে চিকিৎসা নিতে তাঁর নিষেধাজ্ঞা আছে।
সরেজমিনে জানা গেছে, রোডমার্চের বহরের একটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমাণ কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে প্রতীকী খালেদা জিয়াকে। সেই কারাগারের ভেতর থেকে হাত তুলে নেতা-কর্মীদের উৎসাহ দিচ্ছে সে।
আজ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়। ‘অবৈধ সরকারের’ পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে শুরু হওয়া রোডমার্চ ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ওই বহরে লোহার শিকের আদলে একটি কারাগার বানিয়ে সেখানে বেগম জিয়ার অবয়বে সাজিয়ে রাখা হয়েছে হামিদের মেয়েকে।
প্রতীকী কারাগারের দেয়ালে বেগম জিয়ার মুক্তির দাবি লিখে রাখা হয়েছে। পিকআপ ভ্যানে উপস্থিত ছিলেন, হুমায়ারা জান্নাত প্রার্থনার বাবা হামিদুল ইসলাম হামিদ ও কয়েকজন নারী। ঝিনাইদহ-৪ আসন থেকে হামিদ দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
রোডমার্চে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী।
রোডমার্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ জেলা ও কেন্দ্রের শতাধিক নেতা।

রোডমার্চের পিকআপ ভ্যানে তৈরি করা হয়েছে প্রতীকী ভ্রাম্যমাণ কারাগার। সেই কারাগারের মধ্যে ধানের শিষের গুচ্ছ হাতে এক কিশোরী। চোখে সানগ্লাসের সঙ্গে গোলাপি রঙের শাড়ি পরেছে সে। হঠাৎ দেখে মনে হতে পারে সেখানে দাঁড়িয়ে হাত নাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু না, মূলত এই কিশোরী সেজেছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ এই নেত্রীর মতো।
আজ মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোড মার্চ হয়। রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ সেজে সবার নজর কেড়েছে হুমায়ারা জান্নাত প্রার্থনা নামের এক কিশোরী। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদের মেয়ে। বেগম খালেদা জিয়া সশরীরে না থাকলেও প্রতীকীভাবেই তাঁকে উপস্থাপন করা হয়েছে। সেজে আসা খালেদা জিয়াকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন কর্মসূচিতে আসা নেতা–কর্মীরা।
খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। দুর্নীতির মামলায় সাজা পেয়ে দুই বছর কারাগারে ছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর ধরে খালেদা জিয়া শর্ত মেনে নিজের বাসায় থাকছেন। তবে বিদেশে চিকিৎসা নিতে তাঁর নিষেধাজ্ঞা আছে।
সরেজমিনে জানা গেছে, রোডমার্চের বহরের একটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমাণ কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে প্রতীকী খালেদা জিয়াকে। সেই কারাগারের ভেতর থেকে হাত তুলে নেতা-কর্মীদের উৎসাহ দিচ্ছে সে।
আজ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়। ‘অবৈধ সরকারের’ পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে শুরু হওয়া রোডমার্চ ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ওই বহরে লোহার শিকের আদলে একটি কারাগার বানিয়ে সেখানে বেগম জিয়ার অবয়বে সাজিয়ে রাখা হয়েছে হামিদের মেয়েকে।
প্রতীকী কারাগারের দেয়ালে বেগম জিয়ার মুক্তির দাবি লিখে রাখা হয়েছে। পিকআপ ভ্যানে উপস্থিত ছিলেন, হুমায়ারা জান্নাত প্রার্থনার বাবা হামিদুল ইসলাম হামিদ ও কয়েকজন নারী। ঝিনাইদহ-৪ আসন থেকে হামিদ দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
রোডমার্চে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী।
রোডমার্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ জেলা ও কেন্দ্রের শতাধিক নেতা।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে