মোংলা ও বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলে নিখোঁজের ২০ ঘণ্টা পরে নিখোঁজ দুই নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল। এ ঘটনায় এখনো একজন নাবিক নিখোঁজ রয়েছে বলে বলগেট মালিক কর্তৃক নিয়োজিত স্যালভেজ (ডুবুরি) প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া দুই নাবিক হলেন, সুকানী মহিউদ্দিন ও গ্রীজার নুর ইসলাম। নিহতের মোংলা থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
বলগেটটির মালিক মো. মানিক জানান, এ ঘটনায় সুকানী মহিউদ্দিনের ছেলে বাল্কহেড কর্মচারী রবিউল এখনো নিখোঁজ রয়েছে।
এর আগে গতকাল সোমবার বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনা বি-১ থেকে কয়লা বোঝাই করে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফারদিন-১ নামক বলগেটটি। বন্দর ত্যাগ করার পর বিপরীত দিক থেকে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সঙ্গে ধাক্কা লেগে ফারদিন বলগেটটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ কর্মচারী ছিটকে নদীতে পড়ে যায়। এ সময় সাঁতরে কূলে উঠতে সক্ষম হয় বাল্কহেড কর্মচারী রিয়াজ ও রায়হান। নিখোঁজ থাকেন তিন কর্মচারী।
তবে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকায় পানামা পতাকাবাহী জাহাজ হ্যান্ডিপার্কের ধাক্কায় ডুবে যায় কয়লা বোঝাই কার্গো এম ভি ফারদিন-১। এতে ওই জাহাজে থাকা সাত নাবিকের মধ্যে পাঁচ নাবিক নিখোঁজ হয়। খবর পেয়ে রাতেই কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় পৌঁছেছে। নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে আমরা দুই নাবিকের মরদেহ উদ্ধার করেছি। এখনো তিন নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।’

বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলে নিখোঁজের ২০ ঘণ্টা পরে নিখোঁজ দুই নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল। এ ঘটনায় এখনো একজন নাবিক নিখোঁজ রয়েছে বলে বলগেট মালিক কর্তৃক নিয়োজিত স্যালভেজ (ডুবুরি) প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া দুই নাবিক হলেন, সুকানী মহিউদ্দিন ও গ্রীজার নুর ইসলাম। নিহতের মোংলা থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
বলগেটটির মালিক মো. মানিক জানান, এ ঘটনায় সুকানী মহিউদ্দিনের ছেলে বাল্কহেড কর্মচারী রবিউল এখনো নিখোঁজ রয়েছে।
এর আগে গতকাল সোমবার বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনা বি-১ থেকে কয়লা বোঝাই করে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফারদিন-১ নামক বলগেটটি। বন্দর ত্যাগ করার পর বিপরীত দিক থেকে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সঙ্গে ধাক্কা লেগে ফারদিন বলগেটটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ কর্মচারী ছিটকে নদীতে পড়ে যায়। এ সময় সাঁতরে কূলে উঠতে সক্ষম হয় বাল্কহেড কর্মচারী রিয়াজ ও রায়হান। নিখোঁজ থাকেন তিন কর্মচারী।
তবে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকায় পানামা পতাকাবাহী জাহাজ হ্যান্ডিপার্কের ধাক্কায় ডুবে যায় কয়লা বোঝাই কার্গো এম ভি ফারদিন-১। এতে ওই জাহাজে থাকা সাত নাবিকের মধ্যে পাঁচ নাবিক নিখোঁজ হয়। খবর পেয়ে রাতেই কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় পৌঁছেছে। নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে আমরা দুই নাবিকের মরদেহ উদ্ধার করেছি। এখনো তিন নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে