মাসুদ পারভেজ, কালীগঞ্জ (সাতক্ষীরা)

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতুসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশের মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক–সুজন, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন পালিত হয়।
সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা কমিটির সহসভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, তাপস কুমার, চণ্ডীচরণ মণ্ডল, তারক সরকার, সিদাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন তাঁরা। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতুসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশের মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক–সুজন, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন পালিত হয়।
সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা কমিটির সহসভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, তাপস কুমার, চণ্ডীচরণ মণ্ডল, তারক সরকার, সিদাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন তাঁরা। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৩ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৬ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে