খুবি প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা।
মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। তাঁরা বিভিন্ন স্লোগানে কুয়েট প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানান এবং মামলা ও ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, ভিসি মাছুদের পদত্যাগ’–সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত, সেখানে শিক্ষার্থীদের ভয়ভীতি ও মামলার মুখোমুখি করা হচ্ছে—এটি শিক্ষার পরিবেশে অশুভ ইঙ্গিত বহন করে। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ সমাবেশে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানর মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজ কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি। আমরা অবিলম্বে কুয়েট ভিসির পদত্যাগ চাই।’
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের হলে প্রবেশ ঠেকাতে হল বন্ধ রাখা হয়েছে। আমরা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। কুয়েট শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে দালাল ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করছি। এই অপচেষ্টা রুখতে সারা দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র পথ।’
উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীদের ডাকা ‘মার্চ ফর কুয়েট’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা।
মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। তাঁরা বিভিন্ন স্লোগানে কুয়েট প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানান এবং মামলা ও ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, ভিসি মাছুদের পদত্যাগ’–সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত, সেখানে শিক্ষার্থীদের ভয়ভীতি ও মামলার মুখোমুখি করা হচ্ছে—এটি শিক্ষার পরিবেশে অশুভ ইঙ্গিত বহন করে। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ সমাবেশে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানর মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজ কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি। আমরা অবিলম্বে কুয়েট ভিসির পদত্যাগ চাই।’
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের হলে প্রবেশ ঠেকাতে হল বন্ধ রাখা হয়েছে। আমরা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। কুয়েট শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে দালাল ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করছি। এই অপচেষ্টা রুখতে সারা দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র পথ।’
উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীদের ডাকা ‘মার্চ ফর কুয়েট’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে