খুলনা প্রতিনিধি

খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে কেএমপি সদর দপ্তর ঘেরাও করেছে ছাত্র-জনতা। আজ সোমবার বেলা ৩টা থেকে কেএমপির সদর দপ্তর ঘেরাও কর্মসূচি শুরু হয়।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নগরীর খানজাহান আলী সড়ক ব্লক করে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
জানতে চাইলে সংগঠনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে আজ কেএমপির সদর দপ্তর, ডিসি সাউথের সোনাডাঙ্গা ও ডিসি নর্থের খালিশপুর কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল।
আমরা তিন জায়গায় কর্মসূচি শুরু করার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সোনাডাঙ্গা ও খালিশপুর থেকে আন্দোলনকারীদের সরিয়ে কেএমপি সদর দপ্তরের সামনে নিয়ে আসি। আমাদের আজকের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে। এরপর ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এদিকে বিক্ষোভ চলাকালে খানজাহান আলী সড়কের সুন্দরবন কলেজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা ‘সুকান্তের চামড়া, তুলে নেব আমরা’, ‘পুলিশ কমিশনারের চামড়া, তুলে নেব আমরা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘পুলিশ কমিশনার জুলফিকার, আস্ত একটা স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গত মঙ্গলবার মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে আবার গত শনিবার থেকে ‘ব্লকেড কর্মসূচি’ শুরু হয়।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে এক ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (একাংশ) মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। কিন্তু তাঁদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ বিকেল থেকে বৃষ্টির মধ্যে কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে কেএমপি সদর দপ্তর ঘেরাও করেছে ছাত্র-জনতা। আজ সোমবার বেলা ৩টা থেকে কেএমপির সদর দপ্তর ঘেরাও কর্মসূচি শুরু হয়।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নগরীর খানজাহান আলী সড়ক ব্লক করে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
জানতে চাইলে সংগঠনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে আজ কেএমপির সদর দপ্তর, ডিসি সাউথের সোনাডাঙ্গা ও ডিসি নর্থের খালিশপুর কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল।
আমরা তিন জায়গায় কর্মসূচি শুরু করার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সোনাডাঙ্গা ও খালিশপুর থেকে আন্দোলনকারীদের সরিয়ে কেএমপি সদর দপ্তরের সামনে নিয়ে আসি। আমাদের আজকের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে। এরপর ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এদিকে বিক্ষোভ চলাকালে খানজাহান আলী সড়কের সুন্দরবন কলেজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা ‘সুকান্তের চামড়া, তুলে নেব আমরা’, ‘পুলিশ কমিশনারের চামড়া, তুলে নেব আমরা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘পুলিশ কমিশনার জুলফিকার, আস্ত একটা স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গত মঙ্গলবার মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে আবার গত শনিবার থেকে ‘ব্লকেড কর্মসূচি’ শুরু হয়।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে এক ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (একাংশ) মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। কিন্তু তাঁদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ বিকেল থেকে বৃষ্টির মধ্যে কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৭ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩৫ মিনিট আগে