নিজস্ব প্রতিবেদক, খুলনা

মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল করেছেন খুলনা নাগরিক সমাজ। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটকের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—সাংবাদিক এইচএম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপির এসএমএ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মী ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মো. হাবিব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন—মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থান ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহি ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতারা বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সব শেষে মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল করেছেন খুলনা নাগরিক সমাজ। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটকের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—সাংবাদিক এইচএম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপির এসএমএ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মী ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মো. হাবিব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন—মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থান ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহি ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতারা বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সব শেষে মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে