নিজস্ব প্রতিবেদক, খুলনা

মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল করেছেন খুলনা নাগরিক সমাজ। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটকের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—সাংবাদিক এইচএম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপির এসএমএ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মী ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মো. হাবিব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন—মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থান ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহি ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতারা বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সব শেষে মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল করেছেন খুলনা নাগরিক সমাজ। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটকের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—সাংবাদিক এইচএম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপির এসএমএ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মী ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মো. হাবিব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন—মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থান ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহি ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতারা বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সব শেষে মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে