Ajker Patrika

ইরাসমাস প্লাস ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে তুরস্ক ও জার্মানি যাচ্ছেন খুবির ৪ শিক্ষক

খুবি প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৪, ১৫: ৩৪
ইরাসমাস প্লাস ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে তুরস্ক ও জার্মানি যাচ্ছেন খুবির ৪ শিক্ষক

ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে তুরস্ক ও জার্মানিতে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষক। এর মধ্যে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্লাস কেএ ১৭১ প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইরাসমাস প্লাস স্টাফ ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন আইআরও স্টাফ ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সেহরীশ খান এবং স্টাফ টিচিং ক্যাটাগরিতে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. ফৌজিয়া ফারজানা। 

এ ছাড়া জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ইরাসমাস প্লাস কেএ ১৭১ প্রজেক্ট কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে অংশ নিতে জার্মানিতে যাচ্ছেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ও জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে এমওইউ রয়েছে, ওই এমওইউ কার্যক্রমের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তুরস্ক ও জার্মানি যাচ্ছেন। 

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে যাওয়া চার শিক্ষক। এ সময় তাঁরা প্রোগ্রামের বিশদ বিষয় উপাচার্যকে জানান। 

উপাচার্য তাঁদের এই সফরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আরও বেশি সমৃদ্ধ হবেন এবং তাঁদের কর্মদক্ষতা বাড়বে। এ ছাড়া ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের পরিসর আরও বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত