শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশেক-ই-এলাহী মুন্না ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহির হোসেনকে সাতক্ষীরা সিবি হসপিটালে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, ভুরুলিয়া বিএনপি সভাপতি মতিউর রহমানসহ অন্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মাসুদুল আলম জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরদার হাফিজ ও উপজেলা রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর নেতৃত্বে ৬০-৭০ জন যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মী সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে উপজেলা বিএনপি সভাপতিসহ অন্তত ২০-২২ জন আহত হন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ১২ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন দুজনের মধ্যে আশেক-ই-এলাহী মুন্নাকে রাত ৯টার দিকে সিবি হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে।
হামলার অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরদার হাফিজ ফোন রিসিভ করেননি। রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশেক-ই-এলাহী মুন্না ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহির হোসেনকে সাতক্ষীরা সিবি হসপিটালে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, ভুরুলিয়া বিএনপি সভাপতি মতিউর রহমানসহ অন্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মাসুদুল আলম জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরদার হাফিজ ও উপজেলা রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর নেতৃত্বে ৬০-৭০ জন যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মী সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে উপজেলা বিএনপি সভাপতিসহ অন্তত ২০-২২ জন আহত হন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ১২ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন দুজনের মধ্যে আশেক-ই-এলাহী মুন্নাকে রাত ৯টার দিকে সিবি হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে।
হামলার অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরদার হাফিজ ফোন রিসিভ করেননি। রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩২ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে