মাগুরা প্রতিনিধি
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের মামলার তদন্তের স্বার্থে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মাগুরা কারাগার থেকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠিয়ে নমুনা নেওয়া হয়। বিকেলে আসামিদের পুনরায় মাগুরায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন নারী ছাড়া পুরুষ আসামিদের এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি শিশুটির ডিএনএ নমুনাও সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
মিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে যখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার ডিএনএ নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের নমুনা সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। আসামিদের ঢাকা থেকে বিকেলে পুনরায় মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়।’
এর আগে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে।
ধর্ষণের ওই ঘটনায় গত শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামিরা মামলার আগে পুলিশি হেফাজতে ছিলেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে গত রোববার নিরাপত্তার কারণে গভীর রাতে মাগুরার আদালতে হাজির করে শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন; স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মাগুরার এই শিশুসহ সারা দেশে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষোভ চলছে।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের মামলার তদন্তের স্বার্থে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মাগুরা কারাগার থেকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠিয়ে নমুনা নেওয়া হয়। বিকেলে আসামিদের পুনরায় মাগুরায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন নারী ছাড়া পুরুষ আসামিদের এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি শিশুটির ডিএনএ নমুনাও সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
মিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে যখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার ডিএনএ নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের নমুনা সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। আসামিদের ঢাকা থেকে বিকেলে পুনরায় মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়।’
এর আগে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে।
ধর্ষণের ওই ঘটনায় গত শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামিরা মামলার আগে পুলিশি হেফাজতে ছিলেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে গত রোববার নিরাপত্তার কারণে গভীর রাতে মাগুরার আদালতে হাজির করে শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন; স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মাগুরার এই শিশুসহ সারা দেশে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষোভ চলছে।
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ।
২২ মিনিট আগেদায়িত্ব পালনের সময় সাভারে উল্টো পথে আসা বালুবোঝাই ট্রাকের চাপায় ফজলুর রহমান (৪৮) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে। নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে।
৪২ মিনিট আগে২৭ রমজান লাইলাতুল কদর উপলক্ষে গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। ব্যতিক্রমী এ উদ্যোগে প্রায় সাড়ে ৪ হাজার পরিবার এক দিনের জন্য গরুর গোশত রান্না করার সুযোগ পেয়েছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
১ ঘণ্টা আগেলালমনিরহাটে গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চটি লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত। ম্যুরাল ঢেকে রাখার প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক
১ ঘণ্টা আগে