মাগুরা প্রতিনিধি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের মামলার তদন্তের স্বার্থে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মাগুরা কারাগার থেকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠিয়ে নমুনা নেওয়া হয়। বিকেলে আসামিদের পুনরায় মাগুরায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন নারী ছাড়া পুরুষ আসামিদের এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি শিশুটির ডিএনএ নমুনাও সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
মিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে যখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার ডিএনএ নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের নমুনা সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। আসামিদের ঢাকা থেকে বিকেলে পুনরায় মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়।’
এর আগে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে।
ধর্ষণের ওই ঘটনায় গত শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামিরা মামলার আগে পুলিশি হেফাজতে ছিলেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে গত রোববার নিরাপত্তার কারণে গভীর রাতে মাগুরার আদালতে হাজির করে শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন; স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মাগুরার এই শিশুসহ সারা দেশে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষোভ চলছে।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের মামলার তদন্তের স্বার্থে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মাগুরা কারাগার থেকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠিয়ে নমুনা নেওয়া হয়। বিকেলে আসামিদের পুনরায় মাগুরায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন নারী ছাড়া পুরুষ আসামিদের এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি শিশুটির ডিএনএ নমুনাও সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
মিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে যখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার ডিএনএ নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের নমুনা সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। আসামিদের ঢাকা থেকে বিকেলে পুনরায় মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়।’
এর আগে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে।
ধর্ষণের ওই ঘটনায় গত শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামিরা মামলার আগে পুলিশি হেফাজতে ছিলেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে গত রোববার নিরাপত্তার কারণে গভীর রাতে মাগুরার আদালতে হাজির করে শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন; স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মাগুরার এই শিশুসহ সারা দেশে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষোভ চলছে।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে