খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা ১টার দিকে নগরীর গল্লামারি মোড়ে এ ঘটনা ঘটে। প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
শিক্ষার্থীরা জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র শাফায়েত সাগর মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন। পথে জয়বাংলা কলেজের সামনে একটি ট্রাক তাকে চাপ দেওয়ার চেষ্টা করে।
এ সময় তিনি মোটরসাইকেল থামিয়ে ট্রাকচালকের সঙ্গে কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সহযোগীসহ ট্রাকচালক তার গায়ে আঘাত করে। তিনি নাক ও মুখে মারাত্মকভাবে জখম হন।
তারা আরও জানান, মারধরের বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে পুলিশের দুই কর্মকর্তা উল্টো শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ করেন।
এদিকে ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নগরীর গল্লামারি মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। অবরোধরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও মারধরকারীদের দ্রুত শাস্তির দুই দফা দাবি জানান।
অবরোধের মুখে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে খুলনা (দক্ষিণ বিভাগ) পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের আশ্বাসে বেলা সাড়ে ৩টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে