খুলনা প্রতিনিধি

খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আব্দুল গফ্ফার আজ সোমবার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, গত ২৩ আগস্ট বেলা ৩টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমানের কাছে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি সদর থানায় জিডি করায় এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
সাবেক সংসদ সদস্য বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর খুলনায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজ করা হচ্ছে। ব্যবসায়ীসহ নিরীহ মানুষের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা এখনই ক্ষমতায় চলে গেছে। তাদের কিছু বিপথগামী নেতা-কর্মী এখন বিভিন্ন স্থানে নানা অপকর্মে লিপ্ত। দলের নাম ভাঙিয়ে যেসব দুর্বৃত্ত দখলবাজি, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’
কোনো রাজনৈতিক দল এসব অপকর্মের সঙ্গে জড়িত, তা জানতে চাইলে গফ্ফার বিশ্বাস বলেন, ‘কারা এসব করছে, তা খুলনাবাসী জানে। তাদের চাওয়া অনুযায়ী চাঁদা দিতে না পারায় অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে খামখেয়ালিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’ তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও নব্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের দাবি জানান।

খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আব্দুল গফ্ফার আজ সোমবার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, গত ২৩ আগস্ট বেলা ৩টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমানের কাছে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি সদর থানায় জিডি করায় এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
সাবেক সংসদ সদস্য বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর খুলনায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজ করা হচ্ছে। ব্যবসায়ীসহ নিরীহ মানুষের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা এখনই ক্ষমতায় চলে গেছে। তাদের কিছু বিপথগামী নেতা-কর্মী এখন বিভিন্ন স্থানে নানা অপকর্মে লিপ্ত। দলের নাম ভাঙিয়ে যেসব দুর্বৃত্ত দখলবাজি, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’
কোনো রাজনৈতিক দল এসব অপকর্মের সঙ্গে জড়িত, তা জানতে চাইলে গফ্ফার বিশ্বাস বলেন, ‘কারা এসব করছে, তা খুলনাবাসী জানে। তাদের চাওয়া অনুযায়ী চাঁদা দিতে না পারায় অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে খামখেয়ালিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’ তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও নব্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের দাবি জানান।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৯ ঘণ্টা আগে