কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মেছো বাঘ (বনবিড়াল) মেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মাহশপুরের কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে মাহশপুরের কৈখালী গ্রামে নির্মমভাবে একটি মেছো বাঘকে (বনবিড়াল) হত্যা করে স্থানীয় বাসিন্দারা। পরে তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) দেন। এরপর সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই দৃশ্য দেখতে পান যশোর সার্কেলের বন কর্মকর্তা ও যশোর সামাজিক বন বিভাগের কর্মকর্তা অমিতা মণ্ডল। পরে তিনি কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা শফিকুল ইসলামকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বন কর্মকর্তা আজ সকালে ছুটে যান ঘটনাস্থলে। উদ্ধার করেন মৃত মেছো বাঘটি। এরপর বাঘটির ময়নাতদন্ত শেষে মহেশপুর থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে তিনি মামলার স্বার্থে আসামিদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হননি।
শফিকুল ইসলাম বলেন, ঘটনা ঘটার পর ওই বাঘ হত্যাকারীরা, তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। সেটি ভাইরাল হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম দেওয়া সম্ভব হচ্ছে না।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সাধারণ মানুষ নিয়ে জনসচেতনতা সভা করেন ওই কর্মকর্তা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ওই ঘটনায় কোটচাঁদপুরের বন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা প্রস্তুত করছেন। তবে কতজনকে আসামি করেছেন, সেটা পরে বলা সম্ভব হবে।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে মেছো বাঘ (বনবিড়াল) মেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মাহশপুরের কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে মাহশপুরের কৈখালী গ্রামে নির্মমভাবে একটি মেছো বাঘকে (বনবিড়াল) হত্যা করে স্থানীয় বাসিন্দারা। পরে তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) দেন। এরপর সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই দৃশ্য দেখতে পান যশোর সার্কেলের বন কর্মকর্তা ও যশোর সামাজিক বন বিভাগের কর্মকর্তা অমিতা মণ্ডল। পরে তিনি কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা শফিকুল ইসলামকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বন কর্মকর্তা আজ সকালে ছুটে যান ঘটনাস্থলে। উদ্ধার করেন মৃত মেছো বাঘটি। এরপর বাঘটির ময়নাতদন্ত শেষে মহেশপুর থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে তিনি মামলার স্বার্থে আসামিদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হননি।
শফিকুল ইসলাম বলেন, ঘটনা ঘটার পর ওই বাঘ হত্যাকারীরা, তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। সেটি ভাইরাল হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম দেওয়া সম্ভব হচ্ছে না।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সাধারণ মানুষ নিয়ে জনসচেতনতা সভা করেন ওই কর্মকর্তা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ওই ঘটনায় কোটচাঁদপুরের বন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা প্রস্তুত করছেন। তবে কতজনকে আসামি করেছেন, সেটা পরে বলা সম্ভব হবে।’
খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মন্ডল নিজের দক্ষতায় তাক লাগিয়েছেন। লিওনেল মেসির বিশাল আকৃতির ছবি এঁকে তিনি সবার দৃষ্টি কেড়েছেন।
৮ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন একই মামলার আসামি মো. জুনায়েদ হোসেন (২৫)।
১৯ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দোগাছী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তাহসিন মাহমুদ রিফাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুমুখী লেনে মরদেহ পড়ে থাকতে দেখে এক যাত্রীবাহী বাসের কর্মী পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত
২৩ মিনিট আগেসুন্দরবন ভ্রমণে গিয়ে একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছেন দর্শনার্থীরা। গত রোববার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য এলাকার বেতমোড় খালে এবং খাল সংলগ্ন বনে বাঘগুলোকে দেখতে পায় পর্যটকবাহী লঞ্চ এম ভি আলাস্কার দর্শনার্থীরা।
২৪ মিনিট আগে