সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে আহত বরখাস্ত র্যাব সদস্য আজিবর রহমান (৪০) মারা গেছেন। আজ সোমবার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার রাতে বড় ভাইয়ের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন।
নিহত আজিবর রহমান সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ঢাকার র্যাব-১০-এর বরখাস্ত র্যাব সদস্য।
নিহতের ভাই রস্তম আলী বলেন, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুজন গরুর মাংসের ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসার টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে চাপাতি নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে মারা যান আজিবর। তাঁর মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
নিহতের শ্যালক শাহিন হোসেন বলেন, ‘আজিজুর রহমান ঢাকার র্যাব-১০-এ কর্মরত ছিলেন। স্থানীয় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন তিনি। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে বিভাগীয় মামলা চলছিল। আগামী ১০ মে মামলার চূড়ান্ত আদেশের দিন ছিল।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’ আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে আহত বরখাস্ত র্যাব সদস্য আজিবর রহমান (৪০) মারা গেছেন। আজ সোমবার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার রাতে বড় ভাইয়ের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন।
নিহত আজিবর রহমান সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ঢাকার র্যাব-১০-এর বরখাস্ত র্যাব সদস্য।
নিহতের ভাই রস্তম আলী বলেন, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুজন গরুর মাংসের ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসার টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে চাপাতি নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে মারা যান আজিবর। তাঁর মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
নিহতের শ্যালক শাহিন হোসেন বলেন, ‘আজিজুর রহমান ঢাকার র্যাব-১০-এ কর্মরত ছিলেন। স্থানীয় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন তিনি। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে বিভাগীয় মামলা চলছিল। আগামী ১০ মে মামলার চূড়ান্ত আদেশের দিন ছিল।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’ আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১৯ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৪ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৫ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে