Ajker Patrika

মনিরামপুর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙে ৫ সদস্যের কমিটি

মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙে ৫ সদস্যের কমিটি

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এক বছরের জন্য ৫ সদস্যর কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহমুদুল হাসান রকিকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ দেবনাথকে। এ ছাড়া কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি।

গত শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সে সঙ্গে সংগঠনকে গতিশীল রাখতে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হল।

একই সাথে ভেঙে দেওয়া কমিটির যুগ্ম আহ্বায়ক  ফজলুর রহমান, হাদিউজ্জামান ফয়সাল, সাইদুর রহমান জনি ও হাবিবুর রহমান দ্বীপকে যশোর জেলা শাখায় 
সংযুক্ত করতে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।

প্রায় দুই যুগ আহ্বায়ক  কমিটি দিয়ে কার্যক্রম চলেছে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের। দীর্ঘদিন সে কমিটির আহ্বায়ক ছিলেন মুরাদুজ্জামান মুরাদ। গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ মনিরামপুরে কর্মী সভা করে। এর পরের দিন শুক্রবার পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত