কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরের গাছ ও ঢালের মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার কয়রা গ্রামের সমরেশ রায়ের বাড়ির সামনে থেকে পরিমল মণ্ডলের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের ১ কিলোমিটার অংশের সংস্কারকাজ চলছে। বাধা দেওয়া সত্ত্বেও মেরামতের কাজ করা হলে গতকাল রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, বেড়িবাঁধ মেরামতের নামে তীরের গাছ কাটা হচ্ছে এবং এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে ঢালের মাটি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বাঁধটি। তাই এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধটির সংস্কারকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিপ্লব এন্টারপ্রাইজ। মেরামতের জন্য তারা নদীতীরের গাছ কাটছে। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীতীরের ঢালের মাটি। এ ভাবে মেরামত করা হলে বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
চঞ্চলা রানী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বেড়িবাঁধ সংস্কার করা হোক আমরা অবশ্যই চাই। তবে গাছ কেটে নয়। কারণ গাছগুলো কাটলে দ্রুতই বাঁধটি নদীভাঙনের কবলে পড়বে।’
বিশ্বজিৎ গাইন নামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীর তীরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা যাবে না। ভেকু মেশিন দিয়ে মাটি কাটলে গাছ কাটতেই হবে। তাই আমাদের দাবি ভেকু মেশিন নয়, শ্রমিক দিয়ে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হোক।’
বিপ্লব এন্টারপ্রাইজের পক্ষে মেরামত কাজের তদারকির দায়িত্বে থাকা ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কাজ করতে হলে কিছু গাছ কাটতেই হবে। তাই কিছু ছোট ছোট গাছ কাটা হয়েছে। তবে স্থানীয়দের দাবির মুখে কাজ আপাতত বন্ধ আছে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘বাঁধ মেরামতের জন্য নদীর তীরের গাছ কাটার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উপসহকারী প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, গাছ উজাড় করে বাঁধ সংস্কারের সুযোগ নেই। গাছ কেটে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরের গাছ ও ঢালের মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার কয়রা গ্রামের সমরেশ রায়ের বাড়ির সামনে থেকে পরিমল মণ্ডলের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের ১ কিলোমিটার অংশের সংস্কারকাজ চলছে। বাধা দেওয়া সত্ত্বেও মেরামতের কাজ করা হলে গতকাল রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, বেড়িবাঁধ মেরামতের নামে তীরের গাছ কাটা হচ্ছে এবং এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে ঢালের মাটি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বাঁধটি। তাই এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধটির সংস্কারকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিপ্লব এন্টারপ্রাইজ। মেরামতের জন্য তারা নদীতীরের গাছ কাটছে। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীতীরের ঢালের মাটি। এ ভাবে মেরামত করা হলে বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
চঞ্চলা রানী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বেড়িবাঁধ সংস্কার করা হোক আমরা অবশ্যই চাই। তবে গাছ কেটে নয়। কারণ গাছগুলো কাটলে দ্রুতই বাঁধটি নদীভাঙনের কবলে পড়বে।’
বিশ্বজিৎ গাইন নামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীর তীরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা যাবে না। ভেকু মেশিন দিয়ে মাটি কাটলে গাছ কাটতেই হবে। তাই আমাদের দাবি ভেকু মেশিন নয়, শ্রমিক দিয়ে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হোক।’
বিপ্লব এন্টারপ্রাইজের পক্ষে মেরামত কাজের তদারকির দায়িত্বে থাকা ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কাজ করতে হলে কিছু গাছ কাটতেই হবে। তাই কিছু ছোট ছোট গাছ কাটা হয়েছে। তবে স্থানীয়দের দাবির মুখে কাজ আপাতত বন্ধ আছে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘বাঁধ মেরামতের জন্য নদীর তীরের গাছ কাটার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উপসহকারী প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, গাছ উজাড় করে বাঁধ সংস্কারের সুযোগ নেই। গাছ কেটে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৫ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে