কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তরিকুল ইসলাম তারিক (৩৫) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ মে বিকেলে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তরিকুল ইসলাম তারিক। একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে তারিক বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন ওই ইউনিয়নের ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুকে দায়ী করেছেন আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘নিহত তারিক আমার সমর্থক ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন চেয়ারম্যান এনামুল হক মনজু।
এ বিষয়ে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মামলার প্রধান আসামি সন্ত্রাসী লালসহ মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
তবে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ছিলাম। হামলাকারীরা মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। আর আমি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। এই সন্দেহে থেকে হয়তো তিনি এমন অভিযোগ তুলছেন।’
হামলার ঘটনায় গত ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ কুমারখালী থানায় মামলা করেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় মামলা করেছিলেন। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তরিকুল ইসলাম তারিক (৩৫) মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম টরিক আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ মে বিকেলে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তরিকুল ইসলাম তারিক। একই ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে তারিক বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সমর্থক ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন ওই ইউনিয়নের ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুকে দায়ী করেছেন আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘নিহত তারিক আমার সমর্থক ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন চেয়ারম্যান এনামুল হক মনজু।
এ বিষয়ে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মামলার প্রধান আসামি সন্ত্রাসী লালসহ মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
তবে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ছিলাম। হামলাকারীরা মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। আর আমি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। এই সন্দেহে থেকে হয়তো তিনি এমন অভিযোগ তুলছেন।’
হামলার ঘটনায় গত ২৩ মে নিহতের বড় ভাই তরিকুল ইসলাম টরিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ কুমারখালী থানায় মামলা করেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় মামলা করেছিলেন। তবে মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৬ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪১ মিনিট আগে