খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবের ম্যুরালের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’
ততক্ষণে ক্যাম্পাসে একটি বুলডোজার আনা হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙার কাজ শুরু হয়। তবে রাতে একটি বুলডোজার দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। এরপর ভাঙার কাজ স্থগিত রাখা হয়। তবে আজকের মধ্যে এটি পুরোপুরি ভাঙা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মুজিববাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। মুজিবের ম্যুরাল ক্যাম্পাসে থাকলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।’
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২২ ডিসেম্বর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বেদিসহ ৩৮ ফুট উঁচু ও ৪৩ ফুট বিস্তৃত শেখ মুজিবের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ স্থাপন করা হয়। এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবের ম্যুরালের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’
ততক্ষণে ক্যাম্পাসে একটি বুলডোজার আনা হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙার কাজ শুরু হয়। তবে রাতে একটি বুলডোজার দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। এরপর ভাঙার কাজ স্থগিত রাখা হয়। তবে আজকের মধ্যে এটি পুরোপুরি ভাঙা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মুজিববাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। মুজিবের ম্যুরাল ক্যাম্পাসে থাকলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।’
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২২ ডিসেম্বর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বেদিসহ ৩৮ ফুট উঁচু ও ৪৩ ফুট বিস্তৃত শেখ মুজিবের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ স্থাপন করা হয়। এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে