বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ভাড়া বাসা থেকে মুমূর্ষু অবস্থায় কিশোর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ (১৭) ও তার স্ত্রী মিশকাতুলকে (১৮) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড ভাড়াবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে কিশোর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ মারা যায়। গুরুতর অবস্থায় ওই কিশোরের স্ত্রী মিশকাতুলকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিশোরের বাবার দাবি, মিশকাতুল ও তাঁর লোকজন মনিরুজ্জামানকে হত্যা করেছে।
মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ যশোর জেলার কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে। সে পাবনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। কিশোরের স্ত্রী মিশকাতুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বরশিবাওয়া গ্রামের মনিরুজ্জামান মীরের মেয়ে। মিশকাতুল বাগেরহাটের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ এপ্রিল তারা বয়স গোপন করে বিয়ে করে। ৭–৮ দিন আগে হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেছিল।
ধারণা করা হচ্ছে, উভয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় গতকাল বুধবার গভীর রাতে মিশকাতুল ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
আলিরাজের মৃত্যুর বিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন মিশকাতুল বলেন, ‘প্রেমের সম্পর্ক থেকে আমরা পালিয়ে বিয়ে করি। গত রাতে আমাদের মধ্যে ঝগড়া হলে মনিরুজ্জামান বিয়ের কাবিনের ৬ লাখ টাকা দিয়ে চলে যাবে, আর আসবে না বলে। তখন আমি ব্লেড দিয়ে নিজের হাত কেটেছি এবং ২০টি ঘুমের ওষুধ খেয়েছি। এর পর কী হয়েছে আমি জানি না।’
তবে আলীরাজের বাবা মো. আব্দুল হালিম বলেন, ‘আমার ছেলেকে ঢাকায় নিয়ে গোপনে বিয়ে করেছে মিশকাতুল। বিষয়টি আমাদের অনেক পরে জানিয়েছে। আমরা এই বিয়ে মেনে নেওয়ার কথাও বলেছিলাম। কিন্তু ছেলেকে আমাদের কাছে যেতে দেওয়া হতো ন। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, মিশকাতুল ও তার পরিবারের লোকজন আমার ছেলেকে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।’
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মিশকাতুল পুলিশ প্রহরায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।’

বাগেরহাটে ভাড়া বাসা থেকে মুমূর্ষু অবস্থায় কিশোর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ (১৭) ও তার স্ত্রী মিশকাতুলকে (১৮) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড ভাড়াবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে কিশোর মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ মারা যায়। গুরুতর অবস্থায় ওই কিশোরের স্ত্রী মিশকাতুলকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিশোরের বাবার দাবি, মিশকাতুল ও তাঁর লোকজন মনিরুজ্জামানকে হত্যা করেছে।
মনিরুজ্জামান মনি ওরফে আলিরাজ যশোর জেলার কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে। সে পাবনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। কিশোরের স্ত্রী মিশকাতুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বরশিবাওয়া গ্রামের মনিরুজ্জামান মীরের মেয়ে। মিশকাতুল বাগেরহাটের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ এপ্রিল তারা বয়স গোপন করে বিয়ে করে। ৭–৮ দিন আগে হরিণখানা এলাকার মো. নেকবার মল্লিকের টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেছিল।
ধারণা করা হচ্ছে, উভয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় গতকাল বুধবার গভীর রাতে মিশকাতুল ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
আলিরাজের মৃত্যুর বিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন মিশকাতুল বলেন, ‘প্রেমের সম্পর্ক থেকে আমরা পালিয়ে বিয়ে করি। গত রাতে আমাদের মধ্যে ঝগড়া হলে মনিরুজ্জামান বিয়ের কাবিনের ৬ লাখ টাকা দিয়ে চলে যাবে, আর আসবে না বলে। তখন আমি ব্লেড দিয়ে নিজের হাত কেটেছি এবং ২০টি ঘুমের ওষুধ খেয়েছি। এর পর কী হয়েছে আমি জানি না।’
তবে আলীরাজের বাবা মো. আব্দুল হালিম বলেন, ‘আমার ছেলেকে ঢাকায় নিয়ে গোপনে বিয়ে করেছে মিশকাতুল। বিষয়টি আমাদের অনেক পরে জানিয়েছে। আমরা এই বিয়ে মেনে নেওয়ার কথাও বলেছিলাম। কিন্তু ছেলেকে আমাদের কাছে যেতে দেওয়া হতো ন। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, মিশকাতুল ও তার পরিবারের লোকজন আমার ছেলেকে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।’
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মিশকাতুল পুলিশ প্রহরায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।’

দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
২ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪২ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৪৪ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
১ ঘণ্টা আগে