খুলনা প্রতিনিধি

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আজ শুক্রবারও অব্যাহত রয়েছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে খুলনায় আসছে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার দুপুরে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। সেখানে বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসাসংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত বুধবার থেকে খুলনা জেলায় চিকিৎসকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আজ তিন দিন ধরে চিকিৎসকদের এই কর্মবিরতি চলছে।
বিএমএ সভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল খুলনার পথে। দুপুর আড়াইটার দিকে তাঁরা আমাদের সঙ্গে বিএমএ ভবনে বসবেন। যারাই আমাদের সঙ্গে আলোচনা করতে চান, আমরা তাঁদের সঙ্গে বসব। তবে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।’
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় আকরাম হোসেন নামে এক রোগীর স্বজনের সঙ্গে। তিনি বলেন, তাঁর নানি গত তিন দিন হাসপাতালে ভর্তি। জ্যেষ্ঠ কোনো চিকিৎসক আসেননি। জুনিয়র চিকিৎসকেরা দেখছেন। মো. আনেয়ার ইসলাম তাঁর মাকে নিয়ে চার দিন ধরে আছেন হাসপাতালে। প্রথম দিন চিকিৎসার যে পরামর্শ দেওয়া হয়েছিল, সেভাবে চিকিৎসা চলছে। কোনো নতুন চিকিৎসাব্যবস্থা নেই। এই তিন দিনে জ্যেষ্ঠ চিকিৎসকদের কেউ আসেননি।

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আজ শুক্রবারও অব্যাহত রয়েছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে খুলনায় আসছে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার দুপুরে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। সেখানে বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসাসংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত বুধবার থেকে খুলনা জেলায় চিকিৎসকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আজ তিন দিন ধরে চিকিৎসকদের এই কর্মবিরতি চলছে।
বিএমএ সভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল খুলনার পথে। দুপুর আড়াইটার দিকে তাঁরা আমাদের সঙ্গে বিএমএ ভবনে বসবেন। যারাই আমাদের সঙ্গে আলোচনা করতে চান, আমরা তাঁদের সঙ্গে বসব। তবে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।’
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় আকরাম হোসেন নামে এক রোগীর স্বজনের সঙ্গে। তিনি বলেন, তাঁর নানি গত তিন দিন হাসপাতালে ভর্তি। জ্যেষ্ঠ কোনো চিকিৎসক আসেননি। জুনিয়র চিকিৎসকেরা দেখছেন। মো. আনেয়ার ইসলাম তাঁর মাকে নিয়ে চার দিন ধরে আছেন হাসপাতালে। প্রথম দিন চিকিৎসার যে পরামর্শ দেওয়া হয়েছিল, সেভাবে চিকিৎসা চলছে। কোনো নতুন চিকিৎসাব্যবস্থা নেই। এই তিন দিনে জ্যেষ্ঠ চিকিৎসকদের কেউ আসেননি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে