চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। আজ বৃহস্পতিবার উপজেলার চিৎলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইখলাস উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সম্প্রতি তিনি চার মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ঈদ করতে আসেন। আর আহতরা হলেন মো. মুসা (২৫) ও মো. রাজু (১৮)।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, ‘বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী।’
তিনি আরও বলেন, ‘আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহবুবা মুস্তারী বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম অবস্থায় দুজন হাসপাতালে আসে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে মুসার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। আজ বৃহস্পতিবার উপজেলার চিৎলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইখলাস উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সম্প্রতি তিনি চার মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ঈদ করতে আসেন। আর আহতরা হলেন মো. মুসা (২৫) ও মো. রাজু (১৮)।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, ‘বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী।’
তিনি আরও বলেন, ‘আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহবুবা মুস্তারী বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম অবস্থায় দুজন হাসপাতালে আসে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে মুসার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৭ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২০ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২৯ মিনিট আগে